Home আপডেট Cash for Job: কালীঘাট রোডে অমিত ব্যানার্জি, সুজয়কৃষ্ণের নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করবে ED

Cash for Job: কালীঘাট রোডে অমিত ব্যানার্জি, সুজয়কৃষ্ণের নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করবে ED

Cash for Job: কালীঘাট রোডে অমিত ব্যানার্জি, সুজয়কৃষ্ণের নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করবে ED

[ad_1]

নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মঙ্গলবার আদালতে জানিয়েছে ইডি। সেই নথি থেকে প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। নথিতে ইডি উল্লেখ করেছে যে সম্পত্তি বাজেয়াপ্ত হতে চলেছে তার মধ্যে একটি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও আরেকটি রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের নামে। ২টি ঠিকানাই কালীঘাট রোডে।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে অগ্রগতি নিয়ে সোমবার আদালতে রিপোর্ট দেয় সিবিআই ও ইডি। সঙ্গে ইডি জানায় এই দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে তারা। নথিতে সম্পত্তির যে তালিকা রয়েছে তাতে উল্লেখ রয়েছে কালীঘাট রোডের ২টি ঠিকানার। এর মধ্যে একটি সম্পত্তি কেনা হয়েছে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও অন্যটি সুজয়কৃষ্ণ ভদ্রের নামে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় সম্পত্তির সন্ধান পেয়েছে ইডি। আমতলায় জমি সহ তিনটি নির্মিয়মানমান বাড়ি রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কালীঘাটে বন্দ্যোপাধ্যায় পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বামেরা। সম্পত্তির তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর কাছে তার জবাব দাবি করেছেন বাম নেতারা। কিন্তু আজও তৃণমূলের তরফে এব্যাপারে সুনির্দিষ্ট কোনও জবাব পাওয়া যায়নি।

এব্যাপারে বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতিকেই নীতিতে পরিণত করেছে তৃণমূল। সবে তো একটা দু’টো বেরিয়েছে। আগামীতে এরকম আরও সম্পত্তির সন্ধান পাওয়া যাবে। তৃণমূলের চোরেরা পালানোর পথ পাবে না।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here