Home আপডেট Cash for Job: সুপারিশপত্র বাতিল কেন? হলফনামা দিলেও ধোঁয়াশা জিইয়ে রাখার অভিযোগে ভর্ৎসিত SSC

Cash for Job: সুপারিশপত্র বাতিল কেন? হলফনামা দিলেও ধোঁয়াশা জিইয়ে রাখার অভিযোগে ভর্ৎসিত SSC

Cash for Job: সুপারিশপত্র বাতিল কেন? হলফনামা দিলেও ধোঁয়াশা জিইয়ে রাখার অভিযোগে ভর্ৎসিত SSC

[ad_1]

নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র পেশ করা হলফনামায় সুপারিশপত্র বাতিলের কারণ স্পষ্ট নয়। অবস্থান স্পষ্ট করে নতুন হলফনামা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৮ ডিসেম্বরের মধ্যে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে SSC-কে হলফনামা দিতে হবে। এব্যাপারে সন্তোষজনক জবাব না পেলে আদালত কড়া পদক্ষেপ করবে বলে জানিয়েছে বিচারপতি বসাকের বেঞ্চ।

SSC নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া ভুয়ো শিক্ষকদের নিয়োগপত্র বাতি করে SSC. এর পর আদালতে প্রশ্ন ওঠে, আদালতের নির্দেশে, না নিজেদের ভুল বুঝে SSC নিয়োগপত্র বাতিল করেছে তা স্পষ্ট নয়। এব্যাপারে SSCকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে আদালতে হলফনামা পেশ করে SSC. সেই হলফনানায় SSC সংশ্লিষ্ট প্রশ্নের গ্রহণযোগ্য ব্যাখ্যা দেয়নি বলে জানিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

এসএসসির এই আচরণে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বসাক বুধবার বলেন, এভাবে অন্যের ঘাড়ে চেপে ঘোরা যাবে না। SSC-র বোর্ড মেম্বারদের বৈঠক করে এব্যাপারে স্পষ্ট অবস্থান জানাতে হবে। ১৮ ডিসেম্বরের মধ্যে অবস্থান স্পষ্ট করে হলফনামা দিতে হবে হাইকোর্টে। নইলে আদালত কড়া পদক্ষেপ করবে।

SSC নিয়োগ দুর্নীতিতেই শুধুমাত্র নবম – দশমেই ৮০৫ জন ভুয়ো শিক্ষক নিয়োগ করা হয়েছে বলে উঠে এসেছে CBI-এর তদন্তে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here