Home আপডেট Chandranath Singh: কুন্তলের বাড়িতে উদ্ধার হওয়া ডায়েরিতে নাম! জোর ফাঁসা ফাঁসতে পারেন চন্দ্রনাথ

Chandranath Singh: কুন্তলের বাড়িতে উদ্ধার হওয়া ডায়েরিতে নাম! জোর ফাঁসা ফাঁসতে পারেন চন্দ্রনাথ

Chandranath Singh: কুন্তলের বাড়িতে উদ্ধার হওয়া ডায়েরিতে নাম! জোর ফাঁসা ফাঁসতে পারেন চন্দ্রনাথ

[ad_1]

নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বোলপুরের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছেন EDর গোয়েন্দারা তখনই ED সূত্রে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, মন্ত্রী চন্দ্রনাথ অন্তত ১০০ জন অযোগ্য প্রার্থীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন কুন্তল ঘোষের সঙ্গে। কুন্তলের বাড়িতে তল্লাশির সময় উদ্ধার হওয়া খাতা থেকে তাঁর পাঠানো প্রার্থীদের নামের তালিকা পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তবে তাদের মধ্যে কেউ চাকরি পেয়েছেন কি না তা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন: সুজাতা মণ্ডলকে সেন্সর করল তৃণমূল কংগ্রেস, দলীয় বৈঠক থেকে জারি হয়েছে নির্দেশ

ইডি সূত্রে জানা গিয়েছে, গত বছর ২০ জানুয়ারি হুগলির তৃণমূলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় একটি ডায়েরি উদ্ধার করে পুলিশ। সেই ডায়েরিতে কোন তৃণমূল নেতা কোন প্রার্থীকে পাঠিয়েছেন তার নামের তালিকা রয়েছে। ডায়েরির কয়েকটি পাতায় চন্দ্রনাথ সিনহার নামে লেখা ছিল অন্তত ১০০ জন প্রার্থীর নাম। এর পর জেরায় কুন্তল জানান, ওই প্রার্থীদের তাঁর কাছে পাঠিয়েছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী। তাই তাঁর নামের নীচে ওই প্রার্থীদের নাম লিখে রাখা হয়েছে।

ইডির তদন্তকারীরা মনে করছেন, চাকরি বিক্রির দালাল হিসাবে কাজ করেছেন মন্ত্রী চন্দ্রনাথ। অযোগ্য চাকরিপ্রার্থীদের কুন্তলের কাছে পাঠিয়ে মোটা টাকা কমিশন নিয়েছেন তিনি। সেই টাকা কোথায় রয়েছে, কী ভাবে বিনিয়োগ হয়েছে তা জানতেই এদিন বোলপুরের নিচুপট্টিতে তাঁর বাড়িতে হানা দিয়েছেন ইডির গোয়েন্দারা।

আরও পড়ুন: মডিউল গড়ে নিয়োগ দুর্নীতি? ‘জালি’ চাকরির মাথা? কেষ্টর জেলার মন্ত্রীর বাড়িতে ED

শুক্রবার সকালে চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে ইডির গোয়েন্দারা পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাঁর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তবে তখন চন্দ্রনাথ ওই বাড়িতে মন্ত্রী ছিলেন না। তিনি ছিলেন মুরারইয়ের বাড়িতে। সকাল ১০টা নাগাদ বোলপুরের বাড়িতে পৌঁছন তিনি। বাড়িতে ঢোকার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। আমাকে কোনও নোটিশ দেওয়া হয়নি। সকালে ছেলে ফোন করে বলল, বাবা ইডি এসেছে। দেখি ওনারা কী বলেন।’

বোলপুর ছাড়াও এদিন কলকাতার একাধিক ঠিকানায় হানা দেন ইডির গোয়েন্দারা। হানা দেন লেক টাউনের এক হিসাবরক্ষকের বাড়িতে। পরে বিরাটিতে তাঁর দাদার বাড়িতেও যান তদন্তকারীরা। ইডির গোয়েন্দাদের অনুমান, নিয়োগ দুর্নীতির কালো টাকা বিদেশে পাচার করতে সাহায্য করেছেন ওই হিসাবরক্ষক। এছাড়া চেতলায় বিশ্বরূপ বসু নামে এক তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছেন গোয়েন্দারা। পরিবারের দাবি, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here