Home খেলাধুলো অজি এবং কিউইদের বিপক্ষে একদিনের দলে প্রত্যাবর্তন এমএসডি’র

অজি এবং কিউইদের বিপক্ষে একদিনের দলে প্রত্যাবর্তন এমএসডি’র

অজি এবং কিউইদের বিপক্ষে একদিনের দলে প্রত্যাবর্তন এমএসডি’র

এক কদম এগিয়ে ও দুকদম পিছিয়ে আসা যাকে বলে তার যেন নিদর্শন রাখলেন ভারতীয় নির্বাচকরা। ২০১৯’র বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রেখে ঋষভ পান্থ নয় বরঞ্চ ‘শ্লথ’ মাহিতেই যেন ভরসা রাখছেন তা প্রমান করলেন নির্বাচকরা। হ্যাঁ আর ঠিক সেই কারনেই যেন দলে একপ্রকার নির্বাচকদের বদান্যতায় ‘প্রত্যাবর্তন’ ঘটল মহেন্দ্র সিং ধোনির।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে চোটের জন্য খেলতে না পারা হার্দিক পাণ্ডেকেও ফেরানো হল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে। অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাঁচ ম্যাচের সিরিজ।

∆ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি (উইকেট-কিপার), হার্দিক পাণ্ডে, ক্রুনাল পাণ্ডে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, খলিল আহমেদ।

∆ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের একদিনের দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি (উইকেট-কিপার), হার্দিক পাণ্ডে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, খলিল আহমেদ, মহম্মদ শামি।