Home বিনোদন কলকাতায় অনুষ্ঠিত হবে কনসার্ট “গঙ্গা”

কলকাতায় অনুষ্ঠিত হবে কনসার্ট “গঙ্গা”

কলকাতায় অনুষ্ঠিত হবে কনসার্ট “গঙ্গা”

ওয়েব ডেস্ক~ পশ্চিমবঙ্গ তথা কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গঙ্গা নদী। গঙ্গা জলকে পবিত্র মনে করে যেকোনো শুদ্ধির কাজে ব‍্যবহার করা হয় গঙ্গাজলকে। গঙ্গার নদীর পবিত্রতাকে সম্মান জানাতে এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্যে আগামী ১৮ ই জুন সন্ধ্যা ৬:৩০ মিনিটে আইসিসিআর অনুষ্ঠানগৃহে  অনুষ্ঠিত হতে চলেছে সন্তুর “মায়েস্ট্র” পন্ডিত তরুন ভট্টাচার্য এবং তবলা বিশারদ পন্ডিত প্রদ‍্যুৎ মুখার্জীর যুগলবন্দিতে এক অভিনব কনসার্ট “গঙ্গা”। “যোগেশ্বরী” এবং ” কলাবতী” রাগের সমন্বয়ে তৈরি হয়েছে এই “গঙ্গা” রাগ। এই “গঙ্গা” রাগের পরিবেশনার মধ‍্য দিয়ে গঙ্গা নদীর পবিত্রতাকে রক্ষা করা এবং গঙ্গার দূষন রোদ করার বার্তা জনমানসে দিতে চান পন্ডিত তরুন ভট্টাচার্য এবং পন্ডিত প্রদ‍্যুৎ মুখার্জীর যুগলবন্দি। ১০ই জুন ২০১৮ বারানসীর বিখ‍্যাত আস্সি ঘাটে অনুষ্ঠিত হবে এই কনসার্টের প্রথম শো।২’য় শো অনুষ্ঠিত হবে কলকাতায় ১৮ই জুন। কনসার্টের “রিদিম” এবং “সাউন্ড ডিজাইন” করেছেন স্বয়ং পন্ডিত প্রদ‍্যুৎ মুখার্জী।