Home আপডেট Congress: শেষে কংগ্রেস দেশের থেকে টাকা চাইছে! এমন ভাঁড়ে মা ভবানী অবস্থা কীভাবে ?

Congress: শেষে কংগ্রেস দেশের থেকে টাকা চাইছে! এমন ভাঁড়ে মা ভবানী অবস্থা কীভাবে ?

Congress: শেষে কংগ্রেস দেশের থেকে টাকা চাইছে! এমন ভাঁড়ে মা ভবানী অবস্থা কীভাবে ?

[ad_1]

Congress: দেশের নামে কংগ্রেস এবার চাইবে চাঁদা? আপনার কাছেও চাওয়া হতে পারে মোটা টাকার অঙ্ক। কংগ্রেসের নাকি চরম অর্থ সংকট! ওদিকে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে কাড়ি কাড়ি টাকা উদ্ধার। এমন ভাঁড়ে মা ভবানী অবস্থা হল কী করে এত বড় দলটার? হিমাচল প্রদেশ, কর্ণাটক এবং তেলাঙ্গানা দেশের মাত্র তিনটে রাজ্যে এখন কংগ্রেসের সরকার বিজেপির কাছে লাগাতার গো হারা হেরে এখন যেন দেওয়াল পিঠ ঠেকছে কংগ্রেসের। তথ্য বলছে বাংলার তৃণমূল কংগ্রেসের থেকে পিছনে চলে যাচ্ছে শতাব্দী প্রাচীন ভারতের এই দল, কিন্তু তার সঙ্গে টাকা চাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? কিসের চাঁদা চাইবে কংগ্রেস তাও আবার সাধারণ মানুষের থেকে?

তথ্য বলছে আয়ের নিরিখে বিজেপি তো বটেই তৃণমূলের থেকেও পিছিয়ে পড়ছে কংগ্রেস। হারতে হারতে এবার দলের সিন্ধুকে টান সনিয়া গান্ধীর দলের এই পরিস্থিতিতে মহাত্মা গান্ধীর পথে হেঁটে কংগ্রেস ঘরে ঘরে গিয়ে কৌটো নাড়িয়ে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিল। এই প্রক্রিয়াকে একটা পরিচিত নামে ডাকা হয়। যেটা অনেকেই শুনে থাকবেন ‘ক্রাউড ফান্ডিং’। কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন ঘোষণা করেছেন কংগ্রেস গোটা দেশে ‘ক্রাউডফান্ডিং’-এর পথে অর্থ সংগ্রহ অভিযান শুরু করবে। যার নাম হবে ‘ডোনেট ফর দেশ’। কত টাকা চাওয়া হবে তাতে? মানুষ যদি সেই টাকা দিতে রাজী না হয় তাহলে?

টাকা দরকার কংগ্রেসের

১৮ ডিসেম্বর বা সোমবার থেকেই অনলাইনে এই অভিযান শুরু হবে। ২৮ ডিসেম্বর কংগ্রেসের ১৩৮-তম প্রতিষ্ঠা দিবস সেদিন থেকে ঘরে ঘরে গিয়ে অর্থ সংগ্রহ অভিযান শুরু হবে। ১৩৮-তম প্রতিষ্ঠা দিবস বলে ১৩৮-এর গুণিতক যেমন ১৩৮ টাকা, ১৩৮০ টাকা বা ১৩৮০০ টাকা। এই পরিমাণ চাঁদা দেওয়ার অনুরোধ করা হবে কংগ্রেস সূত্রের বক্তব্য বিজেপি যে পরিমাণ অর্থ নিয়ে ভোটের প্রচারে নামছে তার সঙ্গে যুঝতে হলে যথেষ্ট অর্থ প্রয়োজন। ২০২১-২২-এ বিজেপির আয় ছিল মোট প্রায় ১৯১৭ কোটি টাকা। কংগ্রেসের আয় ছিল মাত্র ৫৪১ কোটি টাকা তৃণমূলের ৫৪৫ কোটি টাকা। এর মানে একটা আঞ্চলিক দলের কাছেও এক্ষেত্রে হেরে যায় কংগ্রেস

যদি বিজেপি এই সুযোগ তোপ দাগতে ছাড়েনি কংগ্রেসকে। বিজেপির মন্ত্রী কিরণ রিজিজুর দাবি একদিকে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে মানি হেইস্ট হচ্ছে সাড়ে তিনশ কোটি টাকা উদ্ধার হয়েছে আয়কর হানায়। একে ডোনেট ফর দেশ না বলে ডোনেট ফর ডায়নেস্টি বলুক কংগ্রেস। একশো বছরের বেশি আগে মোহনদাস কর্মচন্দ গান্ধী স্বাধীনতা আন্দোলনের খরচ জোগাড়ের জন্য ‘তিলক স্বরাজ ফান্ড’ চালু করেছিলেন। ১৯২০-২১ সালে গান্ধীজির সেই অভিযান থেকে অনুপ্রেরণা নিয়েই কংগ্রেস এবার শুরু করল অর্থ সংগ্রহ অভিযান। দেখা যাক দেশের মানুষ এতে কতটা সাড়া দেয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here