Home আপডেট নিম্নমুখী শেয়ার বাজারের সূচক, করোনা আবহে ফের আর্থিক মন্দার প্রভাব দেশে

নিম্নমুখী শেয়ার বাজারের সূচক, করোনা আবহে ফের আর্থিক মন্দার প্রভাব দেশে

নিম্নমুখী শেয়ার বাজারের সূচক, করোনা আবহে ফের আর্থিক মন্দার প্রভাব দেশে

করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত বেড়ে চলেছে দেশে। এর প্রভাব পড়ছে দেশের অর্থনীতির উপর। এই পরিস্থিতিতে ফের একবার লকডাউন দেওয়ার কথা ভাবছে মহারাষ্ট্র সহ অনেক রাজ্য। এই আবহে এবার নিম্নমুখী শেয়ার বাজারের সূচক। সোমবার বাজারে লেনদেন চালু হতেই ১৩০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। এদিন নিফটি নেমে গিয়েছে ১৪, ৪৫০ পয়েন্টের নিচে।

সপ্তাহের প্রথম দিনের লেনদেন শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই ১,৩৬৮ পয়েন্ট পতন হয় সেনসেক্সে। এর জেরে সেনসেক্স গিয়ে দাঁড়ায় ৪৮,২২৩ পয়েন্টে। ২.৭৬ শতাংশ পতন হয় সেনসেক্স। এদিনে নিফটির পতন হয় ২.৭৩ শতাংশ। ৪০৫ পয়েন্ট পতন হয় নিফটিতে।

এদিন সেনসেক্সের পতনের জেরে সবথেকে ক্ষতিগ্রস্ত স্টগুলির মধ্যে অন্যতম হল ইন্দাসইন্দ ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাজাজ অটো, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক। এই শেয়ারগুলির দাম গড়ে প্রায় ৭ শতাংশ পড়ে যায়।

২০২১-২২ অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার ১০ থেকে ১২ শতাংশে পৌঁছতে পারে বলে বিভিন্ন মহল থেকে বলা হলেও, করোনার কারণে শেষমেষ তা কোথায় গিয়ে পৌঁছবে তা এখনই অনুমান করা শক্ত। ১ এপ্রিল সেনসেক্স ৫২১ পয়েন্ট বেড়ে ফের ৫০ হাজার পার করলেও পরের দিনই পতন হয় ৮৭১ পয়েন্টের। তার পরে কয়েকদিন ওঠানামা করে গতসপ্তাহের শেষে সূচক বন্ধ হয় ৪৯,৫৯১ পয়েন্টে। এই আবহে এই সপ্তাহের প্রথমেই বড়সড় পতনের ইঙ্গিত দিল শেয়ার বাজার।