Home আপডেট দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও বাড়ছে মৃত্যু, চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন নতুন স্ট্রেন

দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও বাড়ছে মৃত্যু, চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন নতুন স্ট্রেন

দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও বাড়ছে মৃত্যু, চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন নতুন স্ট্রেন

গতকালই কেন্দ্রের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছিল, করোনা নামক মহামারী এখনও বিদায় নেয়নি। অসতর্ক হলেই বিপদ। সংক্রমণের গতি কমলেও যে কোনও সময় তা ফের চরম আঘাত হানতে পারে। সরকারের সতর্কবার্তার পরদিনই জোড়া দুঃসংবাদ করোনা পরিসংখ্যানে। একে তো দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা একলাফে অনেকটা বাড়ল। তার উপর আবার একাধিক রাজ্যে করোনার নতুন নতুন স্ট্রেনের সন্ধান মিলছে। গতকাল উত্তরপ্রদেশে হদিশ মিলেছে করোনার শক্তিশালী কাপ্পা ভ্যারিয়েন্টের। আবার ত্রিপুরায় একসঙ্গে সন্ধান মিলেছে ৯০টি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর। যা রীতিমতো চিন্তার।

তবে সংক্রমণ কমেছে। আগের দিনের তুলনায় তা বেশ কিছুটা কমেছে। কমেছে সংক্রমণের হারও। সক্রিয় রোগীর সংখ্যাও বেশ কিছুটা কমে। তাই সংক্রমণের দিক থেকে শনিবার ফের ভালো খবরই নিয়ে এসেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের  তথ্য অনুযায়ী শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন।

সংক্রমণের হার এখনও ২ শতাংশের সামান্য উপরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৯ লক্ষ ৫৫ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলত এ দিন সংক্রমণের হার ছিল ২.১৯ শতাংশ।

বুধবারের পর ভারতে সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ৩ হাজার ৬৯৪ জন। বর্তমানে দেশে ১.৪৭ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় দেশের ৭টি রাজ্যে দৈনিক সংক্রমণ এক হাজারের বেশি ছিল। এর মধ্যে কেরলের সংক্রমণ এখনও চিন্তার। কারণ কেরলের বাইরে বাকি রাজ্যে সংক্রমণের হার ৫ শতাংশের নীচেই রয়েছে, যা সন্তোষজনক। কিন্তু কেরলে এখন তা ১০ শতাংশে রয়েছে। কোথায় কেমন সংক্রমণ পরিস্থিতি ছিল, দেখে নিন।

১) কেরল – ১৩,৫৬৩

২) মহারাষ্ট্র – ৮,৯৯২

৩) অন্ধ্রপ্রদেশ – ৩,০৪০

৪) তামিলনাড়ু – ৩,০৩৯

৫) ওড়িশা – ২,৮০৬

৬) অসম – ২,৪৯৩

৭) কর্নাটক – ২,২৯০

গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যাটি তার আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। এই সময়ের মধ্যে দেশে করোনা থেকে সেরে উঠেছেন ৪৫ হাজার ২৫৪ জন। এর ফলে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার নিরিখে সবার ওপরে যে ৫টি রাজ্য ছিল সেগুলি হল মহারাষ্ট্র (১০,৪৫৮), কেরল (১০,৪৫৪), অন্ধ্রপ্রদেশ (৪,৫৬৭), তামিলনাড়ু (৩,৪১১) এবং কর্নাটক (৩,০৪৫)।

গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে। এই সময়সীমায় মারা গিয়েছেন ১২০৬ জন। এটা মূলত হয়েছে মহারাষ্ট্রের কারণে। পুরনো হিসেব যাচাই করে তারা নতুন করে আরও ৭০০-এর বেশি মৃত্যু রেকর্ড করেছে।

এর ফলে এখনও পর্যন্ত ভারতে কোভিডের কারণে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭ হাজার ১৪৫ জনের। ভারতে এখন মৃত্যুহার ১.৩২ শতাংশ রয়েছে।