Home আপডেট কমছে দেশের দৈনিক সংক্রমণ ও মৃত্যু , নতুন স্ট্রেনের হানায় চিন্তা বাড়াচ্ছে কেরল

কমছে দেশের দৈনিক সংক্রমণ ও মৃত্যু , নতুন স্ট্রেনের হানায় চিন্তা বাড়াচ্ছে কেরল

কমছে দেশের দৈনিক সংক্রমণ ও মৃত্যু , নতুন স্ট্রেনের হানায় চিন্তা বাড়াচ্ছে কেরল

কাপ্পা, ডেল্টার মতো করোনার নতুন নতুন স্ট্রেনের হানার মধ্যেও স্বস্তির খবর। দেশের দৈনিক করোনা সংক্রমণ সামান্য হলেও নিম্নমুখী। সেই সঙ্গে করোনাজয়ীর সংখ্যাও প্রায় ৩ কোটি ছুঁইছুঁই। অনেকটা কমেছে মৃতের সংখ্যাও। তবে, এসবের মধ্যে চিন্তা বাড়াচ্ছে বামশাসিত কেরল। দেশের মধ্যে একসময় করোনা প্রতিরোধে মডেল হিসেবে উঠে আসে এই রাজ্যটিতে এখনও দেশের মোট সংক্রমণের এক তৃতীয়াংশ মানুষ আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টাতেও কেরলে সংক্রমিত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ। মৃত্যুও হয়েছে শতাধিক।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের  তথ্য অনুযায়ী রবিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৮ লক্ষ ৩৭ হাজার ২২২। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬জন।

সংক্রমণের হার এখনও ২ শতাংশের সামান্য উপরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৮ লক্ষ ৪৩ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলত এ দিন সংক্রমণের হার ছিল ২.২৫ শতাংশ।

এ দিন ভারতে সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ১১৮। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে মাত্র ৯১৫ জন। বর্তমানে দেশে ১.৪৭ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন।গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যাটি তার আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। এই সময়ের মধ্যে দেশে করোনা থেকে সেরে উঠেছেন ৪১ হাজার ৫২৬ জন। এর ফলে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ২ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার৬৪। সুস্থতার হার এখন ৯৭.২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার নিরিখে সবার ওপরে যে ৫টি রাজ্য ছিল সেগুলি হল কেরল (১১,৮৬৭), মহারাষ্ট্র (৬,০২৬), অন্ধ্রপ্রদেশ (৩,৯৩৭), তামিলনাড়ু (৩,৩৩১) এবং কর্নাটক (২,৮৭৯)।গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক মৃতের সংখ্যা অনেকটাই কমেছে। এই সময়সীমায় মারা গিয়েছেন ৮৯৫ জন। আগের দিন যা ছিল ১২০৬ জন, এটা মূলত হয়েছে মহারাষ্ট্রের কারণে। পুরনো হিসেব যাচাই করে তারা নতুন করে আরও ৭০০-এর বেশি মৃত্যু রেকর্ড করেছিল আগের দিন।