Home আপডেট দৈনিক করোনা গ্রাফে বড়সড় স্বস্তিঃ রেকর্ড গড়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত ৪,২২,৪৩৬ জন

দৈনিক করোনা গ্রাফে বড়সড় স্বস্তিঃ রেকর্ড গড়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত ৪,২২,৪৩৬ জন

দৈনিক করোনা গ্রাফে বড়সড় স্বস্তিঃ রেকর্ড গড়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত ৪,২২,৪৩৬ জন

দেশের দৈনিক করোনা গ্রাফে বড়সড় স্বস্তি। সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে একদিনে সুস্থ হলেন ৪ লক্ষ ২২ হাজার মানুষ। এই প্রথম দৈনিক সুস্থতার সংখ্যাটা চার লক্ষের উপরে উঠল। আরও স্বস্তির খবর হল, দৈনিক আক্রান্তের সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য বাড়লেও, করোনাজয়ীর সংখ্যার থেকে অনেকটা কম। তবে, এসবের মধ্যে উদ্বেগের খবর হল দেশের মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল আড়াই কোটি। দৈনিক মৃত্যুর সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই বেড়েছে।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন করোনা  আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য বেশি হলেও গত কয়েক সপ্তাহের তুলনায় অনেকটা কম। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ জন। অর্থাৎ দেশে মোট করোনা আক্রান্ত আড়াই কোটি পেরল। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। এই সংখ্যাটা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই বেশি।

তবে বড়সড় স্বস্তির খবর হল, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেক বেশি। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় কমল দেড় লক্ষের বেশি। আপাতত অ্যাকটিভ কেস ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৫১২ জন। করোনা রুখতে টিকাকরণে জোর দিচ্ছে ভারত। দেশে টিকাকরণের হারও ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৮ কোটি ৪৪ লক্ষ ৫৩ হাজার ১৪৯ জন।