Home আপডেট দেশের দৈনিক সংক্রমণকে ছাপিয়ে গেল সুস্থতা, দু’মাস ধরে টানা বৃদ্ধির পর অবশেষে কমল সক্রিয় রোগী

দেশের দৈনিক সংক্রমণকে ছাপিয়ে গেল সুস্থতা, দু’মাস ধরে টানা বৃদ্ধির পর অবশেষে কমল সক্রিয় রোগী

দেশের দৈনিক সংক্রমণকে ছাপিয়ে গেল সুস্থতা, দু’মাস ধরে টানা বৃদ্ধির পর অবশেষে কমল সক্রিয় রোগী

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের ভয়াবহতা কি কমার দিকে? পরপর তিনদিন দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। যা খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছে গবেষকদের। গতকাল একধাক্কায় দেশের দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছিল। মঙ্গলবার তা আরও কমে নেমে এল ৩ লক্ষ ৩০ হাজারের গণ্ডিতে। যদিও সার্বিকভাবে এই সংখ্যাটা মোটেই স্বস্তিদায়ক নয়। এদিন মৃতের সংখ্যাটাও অবশ্য নেমেছে ৪ হাজারের নিচে। সেটাও খানিকটা স্বস্তির।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন করোনা  আক্রান্ত হয়েছেন। এই নিয়ে পরপর তিনদিন বড় আকারে কমল আক্রান্তের সংখ্যা। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৪৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য বেশি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন। দীর্ঘদিন বাদে যা দৈনিক আক্রান্তের থেকে বেশি। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস সামান্য কমে দাঁড়াল ৩৭ লক্ষ ১৫ হাজার ২২১ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৯০ লক্ষ ২৭ হাজার ৩০৪ জন। করোনা রুখতে টিকাকরণে জোর দিচ্ছে ভারত। দেশে টিকাকরণের হারও ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৭ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ৬৬ জন। এদিকে করোনা পরীক্ষায় নয়া রেকর্ড গড়েছে দেশ। ইতিমধ্যেই ভারতে ৩০ কোটি মানুষের করোনা পরীক্ষা হয়েছে।