Home আপডেট CoWin-এ চার সংখ্যার সিকিউরিটি কোড,ভোগান্তি দূর করবে ভ্যাকসিন এর অনলাইন রেজিস্ট্রেশন

CoWin-এ চার সংখ্যার সিকিউরিটি কোড,ভোগান্তি দূর করবে ভ্যাকসিন এর অনলাইন রেজিস্ট্রেশন

CoWin-এ চার সংখ্যার সিকিউরিটি কোড,ভোগান্তি দূর করবে ভ্যাকসিন এর অনলাইন রেজিস্ট্রেশন

অতিমারীকে রুখে দিতে দেশজুড়ে জোরকদমে চলছে টিকাকরণ। ১ মে থেকে আবার ১৮ বছরের ঊর্ধ্ব প্রত্যেকেই ভ্যাকসিন নেওয়ার আওতায় পড়েছেন। আর টিকা নেওয়ার কেন্দ্র, দিনক্ষণ বুক করতে CoWin-ই ভরসা সাধারণ মানুষের। কিন্তু চলতি মাসে রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর থেকেই একাধিক সমস্যায় পড়তে হচ্ছে ইউজারদের। যা অকারণ বিভ্রান্তি তৈরি করছে। আর সেই কারণে এবার এই ওয়েবসাইটে নতুন একটি ফিচার যোগ করল কেন্দ্র। তাদের দাবি, এই ফিচারেই যাবতীয় ভোগান্তি দূর হবে।

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, CoWin-এ চার সংখ্যার একটি সিকিউরিটি কোড চালু করা হচ্ছে। ফলে ভ্যাকসিনের জন্য দিনক্ষণ বুক করতে আর অসুবিধা হবে না। আসলে নতুন করে রেজিস্ট্রেশন শুরু হতেই টুইটারে ভুরি ভুরি অভিযোগ আসছে। অনেকেই জানিয়েছিলেন, তাঁরা প্রথমবার টিকার নেওয়ার জন্য স্লট বুক করতেই মেসেজ আসছে যে তাঁদের প্রথম ডোজটি নেওয়া হয়ে গিয়েছে। ফলে ধন্দে পড়ে যান ইউজাররা। তবে কি টিকা (Corona Vaccine) নেওয়া যাবে না? এই ধরনের সমস্যা দূর করতেই এই পদক্ষেপ কেন্দ্রের। আজ, শনিবার থেকেই চালু হল নয়া ফিচার।

এবার প্রশ্ন হল, এই চার সংখ্যার কোডটি আপনার কাছ থেকে কখন চাওয়া হবে। CoWin ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনের পর টিকা নেওয়ার তারিখ ও সময় বুক করে ফেললে আপনার কাছে এসে পৌঁছবে ওই কোড। স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে গেলে টিকা দেওয়ার আগে সেই কোডটি আপনার থেকে জানতে চাওয়া হবে। যা CoWin-এর সিস্টেমে আপডেট করে দেবেন তাঁরা। যাতে সরকারের কাছে আপনার টিকাকরণের সঠিক তথ্য থেকে যায়। এতেই স্পষ্ট হবে, আপনি অনলাইন রেজিস্টার করেই টিকা নিয়েছেন। কোডটি না দিতে পারলে টিকাকরণ কিংবা সার্টিফিকেট- কিছুই মিলবে না।

কীভাবে CoWIN-এ রেজিস্টার করতে হবে:

১. cowin.gov.in ওয়েবসাইটে যান। সেখানে রেজিস্টার করার জায়গায় নিজের ১০ সংখ্যার মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর দিন।
২. মোবাইল নম্বরে একটি OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন। সেটি বসিয়ে ফেলুন।
৩. রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হতেই টিকা নেওয়ার জন্য নিজের পছন্দমতো তারিখ ও সময় বেছে নেওয়া যাবে।
৪. দিনক্ষণ বেছে নেওয়ার পরই একটি রেফারেন্স আইডি এবং চার সংখ্যার কোডটি আসবে। যা দেখিয়েই মিলবে টিকাকরণের সার্টিফিকেট।

ভ্যাকসিন নেওয়ার জন্য CoWin-এর পাশাপাশি আরোগ্য সেতু অ্যাপ  থেকেও রেজিস্টার করা যাবে।