Home আপডেট Curfew: অগ্নিগর্ভ মণিপুর! নামল সেনা, বন্ধ ইন্টারনেট পরিষেবা, ৮ জেলায় জারি কার্ফু

Curfew: অগ্নিগর্ভ মণিপুর! নামল সেনা, বন্ধ ইন্টারনেট পরিষেবা, ৮ জেলায় জারি কার্ফু

Curfew: অগ্নিগর্ভ মণিপুর! নামল সেনা, বন্ধ ইন্টারনেট পরিষেবা, ৮ জেলায় জারি কার্ফু

[ad_1]

মণিপুর: অগ্নিগর্ভ মণিপুরের রাজধানী ইম্ফল৷ একাধিক বাড়ি, দোকান, গাড়িতে আগুন লাগিয়ে তাণ্ডব বিক্ষোভকারীদের৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন সেনা৷ বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ জারি কার্ফু৷

পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে নিজের রাজ্যের হয়ে সাহায্য চেয়ে ট্যুইট করেছেন অলিম্পিক মেডেল জয়ী বক্সার মেরি কম৷ তিনি লিখেছেন, ‘আমার রাজ্য জ্বলছে৷ দয়া করে সাহায্য করুন৷’ এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রীঅমিত শাহের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তিনি৷

আরও পড়ুন: আজ বৃষ্টির পূর্বাভাস, কাল থেকেই ভোলবদল! পশ্চিমবঙ্গে কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা? কী বলছে হাওয়া অফিস?

কিন্তু, ঠিক কী কারণে এই বিক্ষোভ? স্থানীয় সূত্রের খবর, মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি-র অন্তর্ভুক্ত করা নিয়েই তাঁদের আপত্তি৷ All Tribal Student Union Manipur (ATSUM)-এর দাবি, মেইতেই সম্প্রদায় এসটি স্টেটাস পাওয়ার উপযুক্ত হয়৷ সেই প্রতিবাদেই তাঁরা মণিপুরের চূড়াচন্দ্রপুর জেলার টোরবাঙ এলাকায় উপজাতিদের সমর্থনে একটি মিছিল বের করে৷ সেই মিছিল থেকেই ক্রমে বচসা, এবং বচসা থেকে হিংসা ছড়ায় বলে স্থানীয় সূত্রের খবর৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ৷ অন্যদিকে, বিক্ষোভকারীদের একাংশও চতুর্দিকে আগুন লাগিয়ে দিতে শুরু করে৷

আরও পড়ুন: ‘এই দিনটা দেখার জন্যই কি আমরা দেশের হয়ে এত পদক জিতলাম?’ কান্নায় ভেঙে পড়লে কুস্তিগির ভিনেশ ফোগত

বুধবার রাত থেকে পরিস্থিতি আরও জটিল হয়৷ বাধ্য হয়ে সেনা নামানোর সিদ্ধান্ত নেয় সে রাজ্যের সরকার৷ মণিপুরের ৮ জেলা জুড়ে জারি হয়েছে কার্ফু৷ ৫ দিনের জন্য বন্ধল করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও৷

সেনাশিবিরে আশ্রয় নিয়েছে প্রায় ৪ হাজার গ্রামবাসী৷ পরিস্থিতি শান্ত রাখতে শুরু হয়েছে ফ্ল্যাগমার্চ৷

Tags: Manipur

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here