Home আপডেট মেয়াদ বাড়ল আরও ১ সপ্তাহ, ১৭ মে পর্যন্ত কারফিউ উত্তরপ্রদেশে

মেয়াদ বাড়ল আরও ১ সপ্তাহ, ১৭ মে পর্যন্ত কারফিউ উত্তরপ্রদেশে

মেয়াদ বাড়ল আরও ১ সপ্তাহ, ১৭ মে পর্যন্ত কারফিউ উত্তরপ্রদেশে

লাগামছাড়া সংক্রমণ অগত্যা কারফিউয়ের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়াল উত্তরপ্রদেশ সরকার। ১৭ মে পর্যন্ত কারফিউ থাকবে সেখানে।
২৯ এপ্রিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার জানায়, সপ্তাহান্তের কারফিউ সোমবারেও জারি থাকবে। ৩ মে ঘোষণা হয়, কারফিউ ৬ মে পর্যন্ত চলবে। এবার তা আরও বাড়ানো হল। সংক্রমণের এই চেন ভাঙার জন্য দেশের বেশিরভাগ রাজ্যেই জারি রয়েছে কারফিউ বা লকডাউন। এমনকী দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ানো হল লকডাউনের মেয়াদ।
শনিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ১০ মে থেকে রাজ্যে তোড়জোড়ের  সঙ্গে টিকাকরণ শুরু হবে। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আরও বেশি করে টিকাকরণের আওতায় আনা হবে। ৪৫ বছরের বেশি বয়সী দের জন্য ৪৫ লক্ষ টিকার ডোজ বরাদ্দ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, ২৪ এপ্রিল রাজ্যে নতুন সংক্রামিতের সংখ্যা সবথেকে বেশি ছিল। ২৮ হাজার ৫৫। আর ৩০ এপ্রিল সেখানে সক্রিয় রোগীর সংখ্যা রেকর্ড করেছিল। সেদিন উত্তরপ্রদেশে সক্রিয় রোগী ছিল ৩ লক্ষ ১০ হাজার। তাই রাজ্যে কড়া নিয়ম জারি করল যোগী সরকার