Home আপডেট সাবধান!!! ঘণ্টায় ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে ‘টাউকতে’

সাবধান!!! ঘণ্টায় ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে ‘টাউকতে’

সাবধান!!! ঘণ্টায় ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে ‘টাউকতে’

দু’‌-এক দিনের মধ্যে ঘণ্টায় ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। প্রায় প্রতি বছর এপ্রিল-মে মাসে বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত চলতে থাকে এই ঝড়।
আবহাওয়াবিদদের অনুমান, ২৯ মার্চের পরে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে । পশ্চিমবঙ্গ, ওডিশা কিংবা মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়, যার গতিবেগ হতে পারে ঘণ্টায় প্রায় ১৫০ কিমি। এই ঝড়ের নামকরণও হয়ে গেছে।
এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘টাউকতে’। ভারত মহাসাগরে কোনও ঘূর্ণিঝড় হলে নামকরণ করে বিশ্বের ১৩টি দেশ । উত্তর ভারতের ৪০-৪৫ ডিগ্রি পূর্ব থেকে ৯৫-১০০ ডিগ্রি পূর্বে ঘূর্ণিঝড়ের উত্‍পত্তি হলে তার নামকরণ করে ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি। ফলে টাউকতে নিয়ে এখন ভোট বাজারে ফিসফিসানি শুরু হয়েছে। ভোট চলবে ২ মে পর্যন্ত। যদি নতুন করে টাউকতে কোনও তাণ্ডব চালায় তবে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বাজার গরম হবে ভোটেরও। সেই নিয়ে শুরু হবে রাজনৈতিক তরজা।