Home আপডেট Cyclone Update: কর্নাটকে মৃত ৪, ক্ষতিগ্রস্ত ৭৩টি গ্রাম, পশ্চিম উপকূলকে তছনছ করে এগোচ্ছে ‘তাউটে’

Cyclone Update: কর্নাটকে মৃত ৪, ক্ষতিগ্রস্ত ৭৩টি গ্রাম, পশ্চিম উপকূলকে তছনছ করে এগোচ্ছে ‘তাউটে’

Cyclone Update: কর্নাটকে মৃত ৪, ক্ষতিগ্রস্ত ৭৩টি গ্রাম,  পশ্চিম উপকূলকে তছনছ করে এগোচ্ছে ‘তাউটে’

ঘূর্ণিঝড় তুকটাই (Cyclone Tuktae)-এর কারণে টানা বৃষ্টিপাত চলছে কর্নাটকের ৬টি জেলায়। শেষ ২৪ ঘণ্টার এই প্রবল বৃষ্টিপাতের জেরে এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন কর্নাটক রাজ্য বিপর্যয় মোকাবিলায় কর্তৃপক্ষ । একই সঙ্গে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিপাতে ৭৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত কর্নাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পূর্বাভাস মতোই প্রবল বৃষ্টিপাত হয় শেষ ২৪ ঘণ্টা। তবে এলাকা বিশেষে এখনও ভারী, মাঝারি ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কর্নাটকের স্টেট ন্যাচারাল ডিজাস্টার মনিটরিং সেন্টার জানিয়েছে, উপকূলীয় ও উত্তর অভ্যন্তর অঞ্চলে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সঙ্গে ব্যাপক ভাবে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাল্নাড় ও দক্ষিণ অভ্যন্তরের জেলাগুলিতে সম্ভবত খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

গত বছর ঠিক এই সময়ই প্রবল ঘূর্ণিঝড় উম্পুনের মুখোমুখি হয়েছিল পশ্চিমবঙ্গ। বছর ঘুরতে এ বার প্রবল ঘূর্ণিঝড়ের সম্মুখীন গুজরাত উপকূল। ক্রমশ শক্তি বাড়িয়ে দক্ষিণ গুজরাত উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ের ‘তাউটে।’ ঘূর্ণিঝড়ের যাবতীয় আপডেট দেখে নিন এখানে।

সোমবার, ১৭ মে, সকাল ৮টা

***** কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে তাউটে এখন অবস্থান করছে গোয়ার ৩৫০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে, মুম্বইয়ের ১৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং গুজরাতের ভেরাভলের ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে। বর্তমানে এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।