Home আপডেট Debasish Kumar: বিধানসভার ডেপুটি চিফ হুইপ দেবাশিস কুমার, তাপস রায়ের শূন্যপদে এলেন তিনি

Debasish Kumar: বিধানসভার ডেপুটি চিফ হুইপ দেবাশিস কুমার, তাপস রায়ের শূন্যপদে এলেন তিনি

Debasish Kumar: বিধানসভার ডেপুটি চিফ হুইপ দেবাশিস কুমার, তাপস রায়ের শূন্যপদে এলেন তিনি

[ad_1]

বিজেপি যোগ দিয়েছেন তাপস রায়। এর ফলে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের ডেপুটি চিফ হুইপের পদ শূন্য হয়েছিল। সেই পদে রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে নিয়োগ করলেন, পরিষদীয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্র খবর, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দেবাশিস কুমারের নাম পাঠানো হয়েছে।

স্পিকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি নাম পেয়েছেন। তাঁর প্রতিক্রিয়া, ‘দেবাশিস অত্যন্ত ভাল এবং নম্র বিধায়ক, সবাইকে নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করবেন।’

এই দায়িত্ব পাওয়ার রাসবিহারীর বিধায়ক বলেন,’মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেেন। আমি বিশ্বস্ততার সঙ্গে এই দায়িত্ব পালন করব।’

আরও পড়ুন। রাষ্ট্রপতির দেহরক্ষী পরিচয় দিয়ে BMW নিয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা, ধৃত যুবক

সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধনে যাওয়ার আগে নবান্ন থেকে বিধায়ককে ফোন করে এ খবর জানান মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী যখন একডালিয়ায় যান সেই সময় তাঁকে প্রণাম করে আর্শীবাদ চান দেবাশিস কুমার।

তাঁকে সহকর্মী হিসাবে পেয়ে খুশি তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষও। তিনি শুভেচ্ছা জানান দেবাশিসকে। বিধায়ক ছাড়াও মেয়র পারিষদ পদেও রয়েছেন তিনি। এছাড়া কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তিনি। সেখানেও দায়িত্বে সঙ্গে সমস্ত কাজ সামলান তিনি। এবার তাঁকে দেওয়া হল নতুন দায়িত্ব।

আরও পড়ুন। দিয়েই এবার সরকারি হাসপাতালের প্রেসক্রিপশন ফোনে দেখতে পাবেন

জানা গিয়েছে, আগামী বুধবার বিধানসভায় স্ট্যাডিং কমিটির বৈঠক রয়েছে। সেখানে গিয়ে দায়িত্ব বুঝে নেবেন তিনি। তার পর পরিষদীয় অফিসে গিয়ে তিনি অফিসরা এবং কর্মীদের সঙ্গে পরিচয় করবেন। তবে এখনই তিনি কাজ শুরু করবেন না। লোকসভা ভোট শেষ হবার পর কাজ শুরু করবেন।

আরও পড়ুন। মেট্রো চালু হলেও হাওড়ায় মিটল না হকার সমস্যা, লোকসভার পরেই কি পদক্ষেপ?

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here