Home খেলাধুলো সানরাইজার্সের কাছে পর্যুদস্ত দিল্লি ডেয়ারডেভিলস

সানরাইজার্সের কাছে পর্যুদস্ত দিল্লি ডেয়ারডেভিলস

সানরাইজার্সের কাছে পর্যুদস্ত দিল্লি ডেয়ারডেভিলস

স্পোর্টস ডেস্ক~ আগের দিনই ম্যাচ হেরে বিরাট বলে দিয়েছিলেন ১১তম আইপিএলের সবথেকে শক্তিশালী বোলিং লাইন আপ হল সানরাইজার্স হায়দ্রাবাদের। শুধু বোলিং নয় তাদের ব্যাটিং ও যে কতটা শক্তিশালী তা দিল্লির বিপক্ষে ফিরোজ শাহ কোটলায় দেখিয়ে দিলেন উইলিয়ামসন,ধাওয়ানরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কিছুটা চাপে পড়ে যায় দিল্লির টিম। পাওয়ার প্লে’তে ৬ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান তোলে দিল্লি। এ‍্যপর প্রায় একক দক্ষতায় ৬৩ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলে ২০ ওভারে দিল্লিকে ১৮৭ রানে পৌঁছে দেন রিষভ পন্হ। সাকিব ২টি এবং ভুবনেশ্বর ১টি উইকেট নেন।
IPL 2018: Fans Slam Selectors For Leaving Rishabh Pant Out Of Indian T20I Squad

জবাবে ব্যাট করতে নেমে হেলসকে (১৪) কম রানে হারালেও শিখর ধাওয়ান এবং কেন উইলিয়ামসনের  ১০৩ বলে ১৭৬  রানের পার্টনারশিপে ভর করে ১ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটস্থ করে হায়দ্রাবাদ। ধাওয়ান অপরাজিত থাকেন ৯২ এবং উইলিয়ামসন অপরাজিত থাকেন ৮৩ রানে। ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা করল হায়দ্রাবাদ।