Home আপডেট Dengue in West Bengal: ডেঙ্গি নিয়ে একগুচ্ছ নির্দেশ নবান্নের, না মানলে কড়া পদক্ষেপ

Dengue in West Bengal: ডেঙ্গি নিয়ে একগুচ্ছ নির্দেশ নবান্নের, না মানলে কড়া পদক্ষেপ

Dengue in West Bengal: ডেঙ্গি নিয়ে একগুচ্ছ নির্দেশ নবান্নের, না মানলে কড়া পদক্ষেপ

[ad_1]

গত কয়েকদিন ধরে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা তৈরি হয়েছে। ফলে প্রশাসনের আশঙ্কা পুজোর আগে ডেঙ্গি বাড়তে পারে। এমনিতে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি বাড়তে থাকায় প্রশাসন উদ্বিগ্ন। টানা কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাঘাটে জল জমায় সিদুঁরে মেঘ দেখছে প্রশাসন।

সোমবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক করে প্রশাসন। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন সব জেলার জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভার কপমিশনার এবং স্বাস্থ্য কর্তারা।

এই বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা পালনের কথা বলা হয়েছে। এই নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ করা হবে বলে মুখ্যসচিব জানিয়েছেন।

নবান্নের বৈঠকে সিদ্ধান্ত

-ডেঙ্গির হটস্পট চিহ্নিত করে সমস্ত এলাকায় সাফাই অভিযান চালানো। আর্বজনার স্তূপ পরিষ্কার করা। কীটনাশকের মাধ্যমে মশার লার্ভা ধ্বংস করা কাজ নিয়মিত জারি রাখতে হবে।

– সমস্ত পুরসভার কাউন্সিলারদের সঙ্গে জেলাশাসকদের বৈঠক করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

-শহর ও তৎসলগ্ন বাজারগুলিতে সাফাই অভিযান চালাতে হবে।

-রাজ্যের সমস্ত হাসপাতাল চত্ত্বরে নিয়মিত সাফাই অভিযান চালাতে হবে। কোথাও যাতে জল না জমে সেদিকে নজর রাখতে হবে।

-জেলা পরিদর্শকের নেতৃত্বে একটি দল নিয়মিত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে পরিদর্শন করবে এবং সেখান কার ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখবে।

-বেসরকারি হাসপাতালগুলিকে ডেঙ্গি নিয়ে নিয়মিত নজরদারি রাখতে হবে। সরকারের দেওয়া নির্দেশিকা মেনে চলতে হবে।

(পড়তে পারেন। বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ জারি, স্বীকৃতি দিতে ডাক বিভাগের নয়া উদ্যোগ)

(পড়তে পারেন। ডিপোতে পড়ে আছে একাধিক অকেজো বাস, দুর্গাপুজোয় বিশেষ পরিষেবা দেওয়া চ্যালেঞ্জের)

– নর্দমায় যাতে জল আটকে জল জমতে না পারে সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

-নিয়মিত সচেতনতামূল কর্মসূচির আয়োজন করবে প্রশাসন। হটস্পট এবং ঘিঞ্জি বস্তি এলাকায় মশারি বিতরণ করা হবে।

-রেল ও মেট্রো কর্তৃপক্ষকেও নিজস্ব এলাকায় সাফাই কর্মসূচি চালাতে বলা হয়েছে।

ডেঙ্গি রোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত সরকারি রক্ত পরীক্ষা কেন্দ্রে ২৪ ঘণ্টা ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত রোগ নির্ণয় হলে তবেই সঠিক চিকিৎসা করা যাবে। তাতে মৃত্যু আটকানো অনেকটাই সহজ হবে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here