Home খেলাধুলো ফিরতি ডার্বি জিতে আই লিগের খেতাবি দৌড়ে ফিরল লাল-হলুদ বাহিনী

ফিরতি ডার্বি জিতে আই লিগের খেতাবি দৌড়ে ফিরল লাল-হলুদ বাহিনী

ফিরতি ডার্বি জিতে আই লিগের খেতাবি দৌড়ে ফিরল লাল-হলুদ বাহিনী

∆ মোহনবাগান :- ০

∆ কোয়েস ইস্টবেঙ্গল :- ২

( স্যান্টোস,জবি জাস্টিন)

ভারতীয় ফুটবলের অন্যতম বহুচর্চিত , হাইভোল্টেজ ডার্বি। আপাতত আই লিগের খেতাবি দৌড়ে ময়দানের দুই প্রধান বেশ পিছিয়ে। ডার্বি জিতলে দুদলের মধ্যে ইস্টবেঙ্গলের লাভের খাতাই ভর্তি হত বেশি। আগের ডার্বিতেই ৩৩ মাসের অভিশাপ কাটিয়ে জয় পেয়েছিল লাল হলুদ ব্রিগেড। তবে নতুন দিনে আবার নতুন করে শুরু করতে হবে সেটা ভালই জানতেন দুই অভিজ্ঞ কোচ খালিদ এবং অ্যালেজান্দ্রো। খেলা শুরুর আগেই হ্যামস্ট্রিংয়ে চোটের কারনে প্রথম একাদশ থেকে বাদ পড়েন ইউটা কিনোয়াকি। খেলার শুরুতে মোহনবাগান এক-দুটো ওপেনিং পেলেও রক্ষিত ডাগার দুবারই ভাল সেভ করেন। কোলাডো,স্যান্টোস,জবিদের বারবার পজিশন চেঞ্জ করে খেলার ফলে লাল হলুদ বাহিনী মাঝমাঠের দখল নিয়ে নেয়। ৩৪’ সুফল ও পায় তারা। ডিফেন্সে কিংসলের ভুলে শিল্টনকে পরাস্ত করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন স্যান্টোস। বিরতিতে যাওয়ার সময় খেলার স্কোর ছিল ১-০।

দ্বিতীয়ার্ধে প্রথম থেকেই মাঝমাঠের দখল নিয়ে আক্রমণাত্মক শুরু করার চেষ্টা করে খালিদের ছেলেরা। ৫২’ ইস্টবেঙ্গলের জালে বল জড়ালে ও লাইন্সম্যান অফ সাইডের সিদ্ধান্ত দেন। দ্বিতীয়ার্ধে ‘বেরঙীন’ পিন্টু মাহাতাকে উঠিয়ে ফৈয়াজকে খালিদ নামালে আক্রমনের ঝাঁঝ বাড়ে ম্যারিনার্সদের। ফ্ল্যাঙ্ক থেকে গতিতে কয়েকটা আক্রমন আছড়ে পড়ে লাল হলুদ ডিফেন্সে। কিন্তু বোরহা, কাশিম,অ্যাকোস্টা সমৃদ্ধ ডিফেন্সে বারবার আটকে যান ডিকা,কিসেক্কার জোড়া ফলা। ৭৫’ কর্নার কিক থেকে হেডে লাল হলুদকে ২-০ গোলে এগিয়ে দেন কেরালিয়ান জবি জাস্টিন। শেষমেষ ২-০ ফলে জিতে ১১ বছর ১১ মাস পড়ে পরপর দুবার ডার্বি জিতে ২৫ পয়েন্টে উঠে এল জবি জাস্টিনরা। সেইসাথে আই লিগের খেতাবি লড়াইয়ে ও ফিরল লাল-হলুদ বাহিনী।