Home খেলাধুলো ভাইজ্যাগের ইনিংস কি দেখিয়ে দিল ‘মেয়াদ উত্তীর্ণ’ ধোনিকে বিশ্বকাপের দলে রাখা কতটা ‘বুমেরাং’ হতে পারে

ভাইজ্যাগের ইনিংস কি দেখিয়ে দিল ‘মেয়াদ উত্তীর্ণ’ ধোনিকে বিশ্বকাপের দলে রাখা কতটা ‘বুমেরাং’ হতে পারে

ভাইজ্যাগের ইনিংস কি দেখিয়ে দিল ‘মেয়াদ উত্তীর্ণ’ ধোনিকে বিশ্বকাপের দলে রাখা কতটা ‘বুমেরাং’ হতে পারে

কথায় বলে যেকোন প্রোডাক্ট তা সে ওষুধ হোক কিংবা কসমেটিকস ‘মেয়াদ উত্তীর্ণ’ হয়ে ও যাওয়ার পর তারা তাদের ব্যবহার যোগ্যতা হারায় । তারপর এইসব জিনিসের ব্যবহার বিপজ্জনক ও হতে পারে। ভাইজাগে টি-২০তে ফের একবার শ্লথ গতির ইনিংসের পর আপাতত আপামর ভারতবাসীর সমালোচনায় বিদ্ধ মাহি। হ্যাঁ সেই মাহি যিনি টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক কর্নেল হয়েও বলিউডের সেলিব্রিটিদের সঙ্গে ম্যাচ খেলতে ব্যস্ত থাকতে পারেন অথচ পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সময়ের যার বড়ই অভাব।ভাইজাগে
ঋষভ পন্থ আউট হতেই ক্রিজে আসেন ধোনি। ৩৭ বলে মাত্র ২৯ রান করে অপরাজিত থাকেন ধোনি। ব্যাটিং দেখা বোঝার উপায় ছিলনা টি-২০ ম্যাচ না ৯০’র দশকের ৫০ ওভারের ম্যাচ। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটে-বলে টাইমিংয়ের অভাব থেকে শুরু করে মাহির ফুটওয়ার্কের অভাব ছিল লক্ষণীয়। যা থেকে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে ফিনিশার ধোনি কি ফিনিশড ? ঠিক সেভাবেই প্রশ্ন উঠেছে যে অজুহাতে রীতিমতো অসৌজন্যমূলক আচরণের ‘শিকার’ হয়ে ধোনির পরিভাষায় ‘বুড়ো’ শচীন, দ্রাবিড়,লক্ষন,সৌরভ,কুম্বলে দের অবসর নিতে বাধ্য করা হয়েছিল সেই একই কারন থাকা সত্ত্বেও ধোনিকে যদি নির্বাচকরা বিশ্বকাপের দলে রেখে দেন তা বুমেরাং হবে না তো ?