Home আপডেট Digha Accident: দিঘায় স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা!স্পিডবোর্ডের ধাক্কায় ক্ষতবিক্ষত পর্যটক

Digha Accident: দিঘায় স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা!স্পিডবোর্ডের ধাক্কায় ক্ষতবিক্ষত পর্যটক

Digha Accident: দিঘায় স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা!স্পিডবোর্ডের ধাক্কায় ক্ষতবিক্ষত পর্যটক

[ad_1]

স্নান করতে নেমে দিঘায় মর্মান্তিক দুর্ঘটনা। স্পিড বোর্ডের ধাক্কায় ক্ষয়বিক্ষত হয়ে গেলেন একজন পর্যটক। সমুদ্র সৈকতে স্নান করতে নেমে এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। আশঙ্কাজনক অবস্থায় ওই পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুজো শেষ হতেই পর্যটকদের ভিড় বেড়েছে সৈকত শহরে। একাদশীর দিন সমুদ্র সৈকতে ছিল থিকথিকে ভিড়। অন্যদের মতো নিউ দিঘার সমুদ্র সৈকতে স্নান করে নেমেছিলেন স্বরূপ আলি মোল্লা (৩৩) নামে এক যুবক। আচমকাই একটি স্পিড বোর্ড এসে ধাক্কা মারে। তাতেই ক্ষতবিক্ষত হয়ে যান যুবক। স্পিড বোর্ডের পাখায় লেগে যুবকের হাত, পা এবং পেটে ক্ষত হয়েছে।

সৈকতে উপস্থিত পুলিশ কর্মীরা দ্রুত ওই পর্যটককে উদ্ধার করে রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যুবকের অবস্থা আশঙ্কাজনক। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

(পড়তে পারেন। দশমীর রাতে মুর্শিদাবাদে পুজো মণ্ডপে ভাঙচুর, ক্লাবের সদস্যের মারধর, কাঠগড়ায় তৃণমূল)

পুলিশ সূত্রে খবর, আহত স্বরূপ আলি মোল্লার বাড়ি রাজহাটের বিদ্যাধরপুর এলাকায়। পুজোর ছুটিতে বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে আসেন মঙ্গলবার। বুধবার দুপুরে স্নান করতে নেমে এই দুর্ঘটনা হয়।

দিঘায় বেশ কিছু সময় ধরেই চলছে জয় রাউড। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয় হল এই জয় রাইড। কিন্তু বুধবারের দুর্ঘটনা বেশ কিছু প্রশ্ন তুলে দিল। এই ভাবে ভরা সৈকতে পর্যটকদের স্নানের সময় জয় রাই়ড কতটা নিরাপদ। বোট চানালোর ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই নিয়মকানুন কি আদৌ কী মানা হচ্ছে? বুধবারের ঘটনার পর এই প্রশ্নগুলি উঠে গেল।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here