Home আপডেট Dilip Ghosh: হিজড়া পুলিশের অবস্থা তৃণমূলের নেতাদের থেকেও খারাপ হবে: দিলীপ ঘোষ

Dilip Ghosh: হিজড়া পুলিশের অবস্থা তৃণমূলের নেতাদের থেকেও খারাপ হবে: দিলীপ ঘোষ

Dilip Ghosh: হিজড়া পুলিশের অবস্থা তৃণমূলের নেতাদের থেকেও খারাপ হবে: দিলীপ ঘোষ

[ad_1]

ফের একবার পুলিশকে বেলাগাম ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার এক জনসভায় পুলিশকে ‘হিজড়া’ বলে কটাক্ষ করেন তিনি। সঙ্গে হুঁশিয়ারি দেন, এই চোরেরা জেলে যাবে। তোমাদের অবস্থা তার থেকেও খারাপ হবে।

দিলীপবাবু বলেন, ‘পুলিশের কাজ কী? আমাদের মিটিং আটকানো। পারমিশন দেবে না। আমরা বললে আমাদের নামে কেস দেবে। এত লোক এসেছে খড়গপুরে। কোনও পার্মিশন নিয়েছে TMC? আমরা মেদিনীপুরে পার্মিশন নিয়ে মিছিল করেছিলাম। সেখানে কয়েকজনকে নেতা সাজানো হয়েছিল। কেউ পার্থ সেজেছিল, কেউ কেষ্ট সেজেছিল। মুখোশ বানানো হয়েছিল। মমতা ব্যানার্জিরও মুখোশ ছিল। মিটিং শেষের পর আমি বেরিয়ে গেছি। যিনি মমতা সেজেছিলেন আর যিনি জ্যোতিপ্রিয় সেজেছিলেন তাদের পুলিশ থানায় তুলে নিয়ে গেছে। আর পরশুদিন নরেন্দ্র মোদী, অমিত শাহ সাজিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেছে। যাদের বিরুদ্ধে একটা কাগজ দেখাতে পারবে না কোনও লোক’।

এর পরই ভাষাসংযম হারিয়ে দিলীপবাবু বলেন, ‘আমি এই হিজড়া পুলিশকে বলতে চাই। নপুংশক! দম আছে? কেস দেও তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পারবে না’।

পুলিশকে আক্রমণ করে দিলীপবাবু বলেন, ‘পুলিশ চামচাগিরি করবে। গরু, কয়লা, বালি পাচারের টাকা তুলবে। ভাগ নেবে। তোমাদের মেরুদণ্ড নেই। তোমাদের দম নেই চোরেদের গায়ে হাত দেওয়ার। বিজেপিকে চমকে লাভ নেই। এই পুলিশদেরকেও বলছি, চাকরি তোমাকেও করতে হবে। কালকে চাকরি ছেড়ে দিলে খেতে পাবে না। এই চোরেরাও জেলে যাবে। তোমাদের কপালে তার থেকে বেশি কষ্ট’।

এর আগেও একাধিকবার পুলিশকে বেলাগাম ভাষায় আক্রমণ করতে শোনা গিয়েছে দিলীপবাবুকে। তবে এই নিয়ে কখনও আক্ষেপ করেননি তিনি। তাঁর দাবি, সাধারণ বিজেপি কর্মীরা যখন প্রশাসনের নির্যাতনের শিকার হচ্ছেন তখন ভাষাসংযম বজায় রাখার দায় নেই তাঁর।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here