Home খেলাধুলো মনোজের দ্বিশতরানে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় বাংলা

মনোজের দ্বিশতরানে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় বাংলা

মনোজের দ্বিশতরানে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় বাংলা

ইডেন গার্ডেন্সে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের ২য় দিনে লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে মনোজ তিওয়ারির অনবদ্য দ্বিশতরানে ভর করে কার্যত রানের পাহাড় গড়ল বাংলা।
২য় দিন সকালেই ৯১ বলে ৫০ রান পূর্ন করেন মনোজ। মধ্যাহ্ন ভোজের কিছু পরেই ১৬৬ বলে শতরান পূর্ন করেন তিনি। প্রথমশ্রেনির ক্রিকেটে এটি মনোজের ২৫তম শতরান।

অনুষ্টুপ মজুমদার ২য় দিনে ব্যক্তিগত ১৬ রানে আউট হন। বিবেক সিংকে সঙ্গে নিয়ে ৫৫ রানের পার্টনারশিপ করেন মনোজ। বিবেক আউট হন ২৮ রানে। ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন দিন্দা।
ঈশান পোড়েলকে সঙ্গে নিয়ে শেষ ২৯ বলে ৩৫ রান যোগ করে ব্যাক্তিগত দ্বিশতরান শুধু পূর্ণ করাই নয় বাংলাকে ও পার করে দেন ৫০০ রানের গণ্ডি। ২৭৯ বলে ২০১* থাকেন মনোজ। ইশান ১* থাকেন। ৯ উইকেটে ৫১০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা।

শুভম শর্মা ৫ উইকেট,কুলদীপ ২টি উইকেট নেন। দিনের শেষে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৫ রান করেছে মধ্যপ্রদেশ। আর্যমান বিড়লা ৮ ও অঙ্কিত দানে ৭ রানে অপরাজিত রয়েছেন।