Home খেলাধুলো Durand Cup 2023 Final: ইস্টবেঙ্গল ক্লাবের সামনে ওরা কারা! ডার্বির আগে ময়দানে বিরাট ঘটনা, টানতে-টানতে নিয়ে গেল পুলিশ

Durand Cup 2023 Final: ইস্টবেঙ্গল ক্লাবের সামনে ওরা কারা! ডার্বির আগে ময়দানে বিরাট ঘটনা, টানতে-টানতে নিয়ে গেল পুলিশ

Durand Cup 2023 Final: ইস্টবেঙ্গল ক্লাবের সামনে ওরা কারা! ডার্বির আগে ময়দানে বিরাট ঘটনা, টানতে-টানতে নিয়ে গেল পুলিশ

[ad_1]

কলকাতা: একদিকে ডুরান্ড কাপের টিকিট ব্ল্যাক। অন্যদিকে, এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে বেটিং। কলকাতায় শনি ও রবির ফুটবল-ক্রিকেটের বড় ম্যাচ ঘিরে বড় অপরাধচক্রের অভিযোগ। শনিবার যখন গাড়ির ভিতর বসে ভারত-পাক ম্যাচের বেটিং চলছিল, ঠিক সেই সময় ইস্টবেঙ্গল ক্লাবের সামনে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের টিকিট বিক্রি হয়েছে বলে অভিযোগ।

কারা এত টাকায় বিক্রি করছে টিকিট? ইতিমধ্যেই পুলিশ চারজনকে টিকিট ব্ল্যাক করার অভিযোগে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃতরা হল অজয় শেঠ (৪৯), মুশির আহমেদ (৪৯), ওমপ্রকাশ শেঠ (৫১) ও মহম্মদ রশিদ (৫৩)। ইস্টবেঙ্গল ক্লাবের সামনে লেসলি ক্লডিয়াস সরণী থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: চাঁদের বুকে ‘ঘুমিয়ে’ পড়ল রোভার প্রজ্ঞান, চন্দ্রযান ৩ কি তবে শেষ? ইসরোর নয়া দাবিতে তোলপাড়

অভিযোগ, ইস্টবেঙ্গল-মোহনবাগান ডুরান্ড কাপ ফাইনালের টিকিট দ্বিগুণ দামে ব্ল্যাক করছিল ধৃতরা। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগেও টিকিট ব্ল্যাক করার সঙ্গে তাদের যোগ রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশ। ময়দান পুলিশ তাদের গ্রেফতার করেছে।

আরও পড়ুন: বিকিনিতে বোল্ড শর্মিলা, ৬০ বছর আগের সেই শ্যুট বিতর্কে টাইগার পতৌদি স্ত্রীকে কী বলেছিলেন জানেন?

ময়দানে ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বির ম্যাচ। বৃহস্পতিবার মোহনবাগান ফাইনালে উঠতেই টিকিট কাটার হিড়িক শুরু হয়ে যায়। ক্লাবের সামনে টিকিট কাটার জন্য ভিড় জমতে থাকে। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ উঠছিল। ডুরান্ডে অনলাইনে টিকিট কাটা যায় না , তাই ভরসা অফলাইন। এদিকে দুই ক্লাবই টিকিট ‘সোল্ড আউট’ এর নোটিস ঝুলিয়ে দিয়েছে। এর জেরে ক্লাবের সামনে বিক্ষোভও দেখান ইস্ট-বাগান সমর্থকেরা।

অমিত সরকার

Tags: Durand Cup 2023, East Bengal Club, Mohun Bagan

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here