Home আপডেট DYFI Brigade: ৭ জানুয়ারি ৭ প্রান্ত থেকে ব্রিগেড আসবে DYFI-এর মিছিল, টাকা সংগ্রহে QR কোড

DYFI Brigade: ৭ জানুয়ারি ৭ প্রান্ত থেকে ব্রিগেড আসবে DYFI-এর মিছিল, টাকা সংগ্রহে QR কোড

DYFI Brigade: ৭ জানুয়ারি ৭ প্রান্ত থেকে ব্রিগেড আসবে DYFI-এর মিছিল, টাকা সংগ্রহে QR কোড

[ad_1]

আগামী ৭ জানুয়ারি ব্রিগেডে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর সমাবেশ। টানা ৫০ দিন ধরে এই ‘ইনসাফ’ যাত্রার শেষ হয়েছে বেশ কয়েকদিন আগে, তারপর অনুষ্ঠিত হচ্ছে এই সামবেশ। কলকাতার দীনেশ মজুমদার ভবনে এই ব্রিগেডের এই সামবেশ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি জানালেন, কলকাতার সাতপ্রান্ত থেকে সাতটি মিছিল আসবে।

লোকসভা নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ এই ব্রিগেডে সমাবেশের দিকে নজর রয়েছে সব রাজনৈতিক দলের। কারণ, রাজ্যে আসনের নিরিখে শূন্য হয়ে যাওয়া সিপিএমের যুব-ছাত্র সংগঠনগুলির জমায়েত, দলে অক্সিজেন যোগায়। তাই ডিওয়াইএফআই-এর ব্রিগেড দিকে তাকিয়ে রয়েছে সিপিএমও। 

এ দিন সাংবাদিক বৈঠকে মীনাক্ষী জানান, ৭ জানুয়ারি শহরের সাত দিক থেকে মিছিল আসবে ব্রিগেডে। হাওড়া ও শিয়ালদহ থেকে দুটি বড় মিছিল আসবে। পাশাপাশি খিদিরপুর, হাজরা, সুবোধ মল্লিক স্কোয়্যার, পার্কসার্কাস, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে জমায়েত হয়ে মিছিল আসবে ব্রিগেডে। 

(পডুন। পরীক্ষার্থীরাই চিনতে পারবেন না, OMR ডিজাইনেও বড় ছক! দাবি সিবিআইয়ের)

মীনাক্ষী জানিয়েছেন, এই সমাবেশের জন্য চাঁদা তোলা শুরু হয়েছে ইনসাফ যাত্রা থেকেই। দলনেত্রী নির্দেশ দিয়েছেন স্বচ্ছতার সঙ্গে তার হিসেব রাখতে হবে। যুব নেত্রীর কথায়, ‘ঘাম ঝরিয়ে ব্রিগেডে যাবেন মানুষ, চুরির টাকা দিয়ে নয়।’ তবে এবার শুধু নগদে নয়, কিউআর কোডের মাধ্যমে চাঁদা সংগ্রহ করার হয়েছে ব্রিগেড সমাবেশের জন্য। 

তবে ব্রিগেডে সভার অনুমতি নিয়ে প্রথম দিকে সমস্যা তৈরি হয়েছে। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনও অনুমোদন মেলেনি। তবে গত সপ্তাহে ইতিবাচক কথাবার্তা হয়েছে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান মীনাক্ষী মুখোপাধ্যায়। 

ইনসাফ যাত্রাতেও রাজ্যের শাসকদল তৃণমূলের দুর্নীতি এবং কেন্দ্রের ‘জনবিরোধী’ নীতির বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন সিপিএমের যুবরা। ব্রিগেডও বাঁধা থাকবে সেই সুরে বলে জানা গিয়েছে। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here