Home খেলাধুলো East Bengal, Durand Cup, Bangladesh Army:

East Bengal, Durand Cup, Bangladesh Army:

East Bengal, Durand Cup, Bangladesh Army:

[ad_1]

ইস্টবেঙ্গল – ২
বাংলাদেশ আর্মি -২

কলকাতা: রবিবার দুপুর থেকেই ইস্টবেঙ্গল সমর্থকরা যুবভারতীর দিকে রওনা দিয়েছিলেন। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকেই বৃষ্টি শুরু হল। বৃষ্টি নিয়েই হল কিক অফ। বাংলাদেশ আর্মি প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে পাঁচ গোল হজম করেছিল। আজ দেখার ছিল তারা লড়াই করতে পারে কিনা, নাকি এবার ইস্টবেঙ্গলের কাছেও বড় ব্যবধানে পরাজিত হয়। ম্যাচের ৫ মিনিটেই গোল করেছিলেন ইস্টবেঙ্গলের সিভেরিও।

কিন্তু রেফারি হ্যান্ডবল হওয়ার কারণে সেই গোল বাতিল করে দেন। অবশ্য ৩২ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। বাংলাদেশের ডিফেন্ডার বক্স এর মধ্যে ফেলে দেন নিশু কুমারকে। গোল করতে ভুল করেনি ক্রেসপো। ওড়িশা থেকে আসা এই স্প্যানিশ মিডফিল্ডার দেখালেন তিনি দায়িত্ব নিয়ে খেলতে পারেন। প্রথম হাফ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডান দিক থেকে ভেসে আসা ক্রসে হেডে দ্বিতীয় গোল করে গেলেন লাল হলুদের নতুন স্প্যানিশ স্ট্রাইকার জাভিয়ার সিভেরিও।

কিচ্ছু করার ছিল না বাংলাদেশ আর্মির গোলরক্ষকের। বিরতিতেই পরিষ্কার হয়ে গিয়েছিল সহজ জয় নিয়েই ডুরান্ড অভিযান শুরু করবে লাল হলুদ। ৬০ মিনিটের মাথায় তিনটে পরিবর্তন একসঙ্গে নিল ইস্টবেঙ্গল। বোরহা, সুহের এবং মোবাশির রহমান একসঙ্গে নামলেন। ৬৬ মিনিটে হঠাৎ করেই খেলার গতির বিপরীতে লাল কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের নিশু।

৭৫ মিনিটে নন্দকুমার এর জায়গায় গুনরাজকে নিয়ে এল ইস্টবেঙ্গল। কিন্তু বাংলাদেশ আর্মি প্রায় আধা ঘন্টা একজন বেশি নিয়ে খেললেও সুবিধা আদায় করতে পারল না। দেখে মনেই হয়নি ইস্টবেঙ্গল এতক্ষন ১০ জনে খেলল। ইস্টবেঙ্গলের ১৬ বছর বয়সী পেকা বেশ প্রতিভাবান। তার দিকে নজর রাখতে হবে। যাই হোক, যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন হয়।

সেদিক থেকে পুরো ৩ পয়েন্ট নিয়ে শেষ করা ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়াবে। তবে বাংলাদেশ আর্মি দলটা না আছে ডিফেন্ডার, না আছে স্ট্রাইকার। অবশ্য পুরাই বাংলাদেশের ফুটবলারদের নিয়ে তৈরি। বিদেশি নেই দলটায়। শেষ দিকে ইস্টবেঙ্গলের নতুন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডানকে নিয়ে আসা হল। এক মিনিটের মধ্যেই একটি গোল শোধ করে দিল বাংলাদেশ আর্মি। থ্রো থেকে বক্সের মধ্যে বা পায়ের ভলিতে গোল করলেন শাহরিয়র ইমন।

অতিরিক্ত ৬ মিনিট সময় দেওয়া হয়েছিল। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে দু’নম্বর গোল খেল ইস্টবেঙ্গল। খাবরার ভুলে গোল করে গেলেন মেরাজ প্রধান।নিশ্চিত জেতা ম্যাচ এভাবে ফেলে আসা চাপে রাখবে লাল হলুদকে।

Tags: Durand Cup, East Bengal

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here