Home খেলাধুলো ১৬ বছর বাদে কাল কি কলকাতা ভাসতে চলেছে লাল হলুদ আবেগে !

১৬ বছর বাদে কাল কি কলকাতা ভাসতে চলেছে লাল হলুদ আবেগে !

১৬ বছর বাদে কাল কি কলকাতা ভাসতে চলেছে লাল হলুদ আবেগে !

কাল কার্যত ফাইনাল আই লিগের খেতাবি লড়াইয়ে নামবে লাল হলুদ বাহিনী। কোয়েম্বাটুরে চেন্নাইয়ের বিরুদ্ধে নামবে মিনার্ভা পঞ্জাব। অপরদিকে কোঝিকোড়ে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে গোকুলামের। আইলিগে এখন যা পরিস্থিতি তাতে ইস্টবেঙ্গল এবং চেন্নাই সিটি উভয়ই চ্যাম্পিয়ন হতে পারে। দুদলকেই জিততে হবে শেষ ম্যাচ তবে ইস্টবেঙ্গলকে তাকিয়ে থাকতে হবে চেন্নাই ম্যাচ ড্র বা চেন্নাইয়ের হারের দিকে।তাই আপাতত অ্যাডভান্টেজ চেন্নাই। ১৯ ম্যাচে চেন্নাইয়ের ৪০ পয়েন্ট।সমসংখ্যক ম্যাচে ইস্টবেঙ্গলের সংগ্রহ ৩৯ পয়েন্ট। এক দশকের উপর ও অধরা আই লিগ খেতাব। চেন্নাই পয়েন্ট নষ্ট করলে এবং ইস্টবেঙ্গল জয় পেলেই চ্যাম্পিয়ন হবে আলেসান্দ্রোর দল।

আই লিগের প্রথম পর্বের ম্যাচে গোকুলামের বিরুদ্ধে যুবভারতীতে জিতেছিল ইস্টবেঙ্গল। কার্ড সমস্যা কাটিয়ে গোকুলাম ম্যাচে ফিরছেন বোরহা । নির্বাসিত বলে থাকবেন না জবি জাস্টিন। শেষ পর্যন্ত অঘটনের আইলিগে ইস্টবেঙ্গল শেষ ম্যাচে গোকুলামকে হারিয়ে খেতাব জয় করতে পারে কিনা তার জন্য অপেক্ষা করতেই হবে আর কয়েক ঘন্টা। তবে আই লিগ জিতলে কলকাতা যে লাল হলুদ আবেগে ভাসতে চলেছে তা বলাই বাহুল্য।