Home আপডেট ED action in recruitment scam: মডিউল গড়ে নিয়োগ দুর্নীতি? ‘জালি’ চাকরির মাথা? কেষ্টর জেলার মন্ত্রীর বাড়িতে ED

ED action in recruitment scam: মডিউল গড়ে নিয়োগ দুর্নীতি? ‘জালি’ চাকরির মাথা? কেষ্টর জেলার মন্ত্রীর বাড়িতে ED

ED action in recruitment scam: মডিউল গড়ে নিয়োগ দুর্নীতি? ‘জালি’ চাকরির মাথা? কেষ্টর জেলার মন্ত্রীর বাড়িতে ED

[ad_1]

বীরভূমে মডিউল গড়ে নিয়োগ দুর্নীতি চলত? স্কুলে ‘জালি’ চাকরির মাথা? সেইসব প্রশ্নের উত্তর খুঁজতেই শুক্রবার সকালে বোলপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ানকে নিয়ে মন্ত্রীর নিচুপট্টির বাড়িতে আসেন ইডির আধিকারিকরা। মন্ত্রী না থাকলেও তাঁর বাড়িতে তল্লাশি শুরু করা হয়েছে। তিনি আপাতত গ্রামের বাড়ি মুরারইয়ে আছেন বলে সূত্রের খবর। ইডি সূত্রে খবর, বোলপুরের বাড়িতে আছেন চন্দ্রনাথের স্ত্রী এবং দুই ছেলে। চন্দ্রনাথকে ইতিমধ্যে বোলপুরের বাড়িতে ফিরে আসতে বলা হয়েছে। আপাতত পুরো বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মাসদেড়েক আগে চন্দ্রনাথের নাম উঠে এসেছে। অভিযোগ উঠেছে যে বীরভূমে রীতিমতো মডিউল তৈরি করে জালি চাকরি হত। ওই মডিউলের মাধ্যমে রাজ্যের উচ্চপ্রাথমিক, নবম ও দশমের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে অনেকের চাকরি হয়েছে। আর সেই মডিউলের সঙ্গে চন্দ্রনাথ যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে তাঁর রেফারেন্সে নিয়োগ করা হত। আর সেইসব অভিযোগ ঠিক কিনা, তা খতিয়ে দেখতেই অনুব্রত মণ্ডল তথা কেষ্টর জেলার মন্ত্রীর বাড়িতে চন্দ্রনাথের বাড়িতে অভিযান চালানো হয়েছে বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন: TMC got ₹540 cr from lottery king: বন্ডে ‘লটারি কিং’-ই লটারি লাগিয়েছে TMC-র! পেল সর্বোচ্চ ৫৪০ কোটি টাকা, পিছিয়ে BJP

যদিও সেই ইডি অভিযানের ঘটনা নেহাতই ‘সেটিং’ বলে দাবি করেছে কংগ্রেস। শতাব্দীপ্রাচীন দলের নেতা সৌম্য আইচ রায়ের দাবি, দিল্লিতে যখন ইডি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে নিচ্ছে, তখন পশ্চিমবঙ্গের একাধিক নেতার বাড়িতে স্রেফ অভিযান চালাচ্ছে। বারবার সমন এড়ালেও গ্রেফতার করা হচ্ছে না। পুরোটাই লোকদেখানো। একই অভিযোগ করেছে সিপিআইএম। যদিও পালটা তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গে একমাত্র তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। তাই প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হচ্ছে।

আরও পড়ুন: Amit Shah on work and life balance: ‘পরিবারের জন্য সময় বের করতে পারি না, ওরাই…’, স্বীকার শাহের, মুচকি হাসি স্ত্রী’র

তবে শুধু মন্ত্রীর বাড়ি নয়, কলকাতা এবং উত্তর ২৪ পরগনারও চারটি জায়গায় অভিযান চালাচ্ছে ইডি। কলকাতার চেতলার ৮২ নম্বর ওয়ার্ডে বিশ্বরূপ বসুর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বিশ্বরূপের নাম উঠে এসেছে। যিনি এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তাছাড়া বিরাটিতেও তল্লাশি চালাচ্ছে ইডি।

আরও পড়ুন: ISRO’s Pushpak Mission: নয়া যুগের ‘রথ’ পুষ্পকের পরীক্ষায় সফল ISRO! সস্তায় মহাকাশে যেতে বড় লাফ ভারতের

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here