Home আপডেট Election Commissioners Appointment Bill: ‘বিরোধীশূন্য’ লোকসভায় পাস নির্বাচন কমিশনার নিযুক্তি বিল

Election Commissioners Appointment Bill: ‘বিরোধীশূন্য’ লোকসভায় পাস নির্বাচন কমিশনার নিযুক্তি বিল

Election Commissioners Appointment Bill: ‘বিরোধীশূন্য’ লোকসভায় পাস নির্বাচন কমিশনার নিযুক্তি বিল

[ad_1]

।। ।।

Election Commissioners Appointment Bill: লোকসভায় পাস হল বিতর্কিত নির্বাচন কমিশনার নিযুক্তি বিল ২০২৩। বিরোধীশূন্য লোকসভায় কেন্দ্র পাস করিয়ে নিল এই উল্লেখিত বিল। চলতি বছরের ১০ আগস্ট ‘চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনারস’ (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশনস অফ সার্ভিসেস অ্যান্ড টার্মস অফ অফিস) বিল পেশ হয় রাজ্যসভায়। চলতি মাসের শুরুতে রাজ্যসভায় পাস হয়ে গিয়েছিল বিলটি। সেখান থেকে বিরোধীরা ওয়াকআউট করেছিল। তিন জন নির্বাচন কমিশনার নিযুক্তির বিল এবার পাস হয়ে গেল লোকসভাতেও। এবার শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের পালা। স্বাক্ষর করলেই এবার সেটি গৃহীত হবে আইন বলে।

উল্লেখ্য, এর আগে এই বিল নিয়ে বিরোধীরা রীতিমত প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ ছিল, সিলেকশন কমিটির তিনজনের মধ্যে দুজনই সরকার পক্ষের, তাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা থাকবে শাসকদলের হাতেই। বিশেষ উদ্দেশ্য নিয়ে লোকসভা ভোটের আগে এই বেআইনি বিল পাস করা হয়েছে। এই অভিযোগ তুলে অধিবেশন থেকে ওয়াকআউট করেছিলেন বিরোধী সাংসদরা। সেই সময় ধ্বনী ভোটের মাধ্যমে পাস করা হয় গুরুত্বপূর্ণ এই বিল।

এত দিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের কমিটিতে তিন সদস্য থাকতেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পাশাপাশি কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা থাকতেন। তাঁরাই নির্বাচন কমিশনার নিয়োগ করতেন। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নয়া বিলে তিন সদস্যের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here