Home খেলাধুলো প্রথম টি২০ তে ১ রানে শ্বাসরুদ্ধকর জয় প্রোটিয়াদের

প্রথম টি২০ তে ১ রানে শ্বাসরুদ্ধকর জয় প্রোটিয়াদের

প্রথম টি২০ তে ১ রানে শ্বাসরুদ্ধকর জয় প্রোটিয়াদের

স্কোর-

∆ দক্ষিণ আফ্রিকা
২০ ওভারে ১৭৭/৮
(বাভুমা ৪৩, ডি কক ৩১ )

∆ ইংল্যান্ড
২০ ওভারে ১৭৬/৯
(রয় ৭০, মর্গ্যান ৫২)

লুঙ্গি এনগিডির বোলিংয়ে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষে ১ রানে হারল ইংল্যান্ড। রেকর্ড গড়লেন ডেল স্টেইন। ইমরান তাহিরকে ছাড়িয়ে টি-২০তে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে উঠে এলেন।

বাফেলো পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ১৭৭ রান করে দক্ষিণ আফ্রিকা। ১৭৭ রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৭৬ রানে থেমে যায় ওয়েন মর্গ্যানের দল। প্রথম ম্যাচে ১ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল কুইন্টন ডি ককের দল। দুরন্ত বল করেন লুঙ্গি।

শেষ ওভারে জয়ের জন্য ৭ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। প্রথম ৩ বলে চার রান দিয়ে টম কারানের উইকেট তুলে নেন এনগিডি। শেষ ২ বলে প্রয়োজন ছিল ৩ রান, টাই করতে ২। সেই দুই বলে ১ রান দিয়ে তুলে নেন মইন আলি ও আদিল রশিদের উইকেট ।

এদিন ১৫ বলে ৩১ রানের ইনিংসে স্বাগতিকদের দুরন্ত সূচনা করেন ডি কক। তাকে আউট করে জুটি ভাঙেন মইন। এরপর টেম্বা বাভুমা ও রাসি ফন ডার ডাসেনের জুটিতে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারে স্কোর বোর্ডে ওঠে একশ। এরপরই ছন্দপতন। ৩১ রান করা ফন ডার ডাসেনকে ফিরিয়ে ৬৩ রানের জুটি ভাঙেন বেন স্টোকস।২৭ বলে ৪৩ রান করা বাভুমাকে বিদায় দেন রশিদ। ডেভিড মিলার, জেজে স্মাটস, আন্দিলে ফেলুকওয়ায়ো পারেননি রান করতে । শেষের দিকে ৭ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকা হারায় চার উইকেট।

রান তাড়া করতে গিয়ে শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার জেসন রয় শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলে । জনি বেয়ারস্টোকে থামিয়ে ৭২ রানের জুটি ভাঙেন ফেলুকওয়ায়ো। অধিনায়ক মর্গ্যান পরে রয়ের সঙ্গে ৪১ রানের জুটিতে ২ উইকেটে ১৩২ রানে পৌঁছে যায় ইংল্যান্ড। এরপর জো ডেনলি, স্টোকস, কারানের দ্রুত বিদায়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। মর্গ্যানকে আউট করেন হেনড্রিকস। ইংলিশ অধিনায়ক ৩৪ বলে ৫২ রান করেন। শুক্রবার ডারবানে দ্বিতীয় টি ২০ ।