Home আপডেট Entally Police Station:রাতে ফ্ল্যাটের ছাদে জোরে বাজছে বক্স, বারণ করতেই পুলিশকে বেধড়ক ‘মার’ মদ্যপদের

Entally Police Station:রাতে ফ্ল্যাটের ছাদে জোরে বাজছে বক্স, বারণ করতেই পুলিশকে বেধড়ক ‘মার’ মদ্যপদের

Entally Police Station:রাতে ফ্ল্যাটের ছাদে জোরে বাজছে বক্স, বারণ করতেই পুলিশকে বেধড়ক ‘মার’ মদ্যপদের

[ad_1]

সন্ধে থেকে বাজছে ডিজে। রাত গড়িয়ে গেলেও হুঁশ নেই। বাসিন্দাদের অভিযোগ পেয়ে পুলিশ এলেও স্বস্তি মিলল না। বেজেই চলল ডিজে। উল্টে থামাতে গিয়ে একদল মদ্যপদের হাতে মার খেল পুলিশ। এন্টালি থানা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জন্মদিন উপলক্ষে শনিবার সিআইটি রোডের আনন্দপল্লিতে ফ্ল্যাটের ছাদের উপর পার্টি চলছিল। সেই পার্টি উপলক্ষ্যে সন্ধে থেকেই বাজছিল বক্স। রাত বাড়লেও সেই বক্স বন্ধ হয়নি। বাধ্য হয়ে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা ১০০ ডায়াল করে পুলিশে অভিযোগ জানান।

(পড়ুন। চা–বাগান বন্ধ রাখা নিয়ে মতপার্থক্য চরমে, অবশেষে বৈঠক ডাকল টি–বোর্ড) 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে এন্টালি থানার পুলিশ। বক্স বন্ধ করতে বললেই পুলিশের সঙ্গে বচসা বাধে পার্টিতে আসা লোকজনদের। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার ও এ সার্জেনের গায়ে হাত তোলেন অভিযুক্তরা। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। এর আরও পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছয়। তিনজনকে গ্রেফতার করে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পড়ুন। গঙ্গাসাগর মেলা মিলিয়ে দিল স্বামী–স্ত্রীকে, ১৩ বছর আগে সন্তান–সহ হারিয়েছিল পরিবার

ফ্ল্যাটের এক বাসিন্দা সাংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদেরও জন্মদিনে নিমন্ত্রণ ছিল। রাতে খেয়ে দেয়ে ঘরে চলে আসি। রাত একটা পর্যন্ত বক্স বাজছিল। আমরা শুয়ে পড়েছিলাম। পরে হঠাৎ চিকিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে দেখি পুলিশ এসেছে।’ পুলিশ জানিয়েছে, ধৃত তিন জন প্রভাত সরকার, বাপি সরকার ও বাপ্পা সরকার।

রাতে কটা পর্যন্ত মাইক বাজানো যায়?

এই বিষয়টি জানতে গত বছর কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে আদালত জানিয়েছে, রাত ১০টার পর মাইক বাজানো যায় না।

পড়ুন। বীরভূমের সিউড়ি এবং নানুরে পরপর দু’দিনে ১৬টি পথকুকুরের মৃত্যু হয়েছে। সিউড়ির টিনবাজারে মঙ্গলবার রাতে উদ্ধার হয় আটটি কুকুরছানার দেহ। তাদের প্রত্যেকের মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছিল। এরপর নানুরের গোমড়া গ্রামে একদিনে মৃত্যু হয় আটটি পথকুকুরের।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here