Home আপডেট Exclusive: অভিষেককে গ্রেফতার করা যাবে না এমন কোনও নির্দেশ দেয়নি আদালত: বিকাশরঞ্জন

Exclusive: অভিষেককে গ্রেফতার করা যাবে না এমন কোনও নির্দেশ দেয়নি আদালত: বিকাশরঞ্জন

Exclusive: অভিষেককে গ্রেফতার করা যাবে না এমন কোনও নির্দেশ দেয়নি আদালত: বিকাশরঞ্জন

[ad_1]

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও রক্ষাকবচ দেয়নি কলকাতা হাইকোর্ট। প্রয়োজন মনে হলে তাঁকে গ্রেফতার করতেই পারে ইডি। হিন্দুস্তান টাইমসকে এমনটাই জানালেন মামলাকারীদের প্রধান আইনজীবী তথা রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূলের মদতে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।

গত শুক্রবার ইডির দায়ের করা ECIR খারিজের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অভিষেকের আবেদন খারিজ করে ECIR বহাল থাকবে বলে নির্দেশ দেন তিনি। সঙ্গে এই ECIR-এর ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছে বলে জানা যায়। বিকাশবাবু বলেন, ‘এটা সম্পূর্ণ ভুয়ো খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও রক্ষাকবচ দেয়নি আদালত। শুধু জানিয়েছে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে PMLA আইনের ১৯ নম্বর ধারায়। অর্থাৎ তাঁর বিরুদ্ধে আইনি পদ্ধতি মেনে পদক্ষেপ করতেই পারে ইডি। এই নিয়ম যে কোনও ভারতীয় নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য।’

তিনি আরও বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও আবেদনে ওই রায়ে আবেদন সাড়া দেয়নি। তৃণমূলের একাংশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আদালতের রায় নিয়ে মিথ্যা প্রচারে নেমেছে। দুর্ভাগ্যজনকভাবে সংবাদমাধ্যমের একাংশ তাতে জড়িয়ে পড়েছে।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here