Home বিনোদন “অভিনেতাদের কথা বলে শুধুই জুনিয়র শিল্পী বা ‘একস্ট্রা’দের প্রতিষেধক দেওয়া হচ্ছে” অভিযোগ ফোরামের

“অভিনেতাদের কথা বলে শুধুই জুনিয়র শিল্পী বা ‘একস্ট্রা’দের প্রতিষেধক দেওয়া হচ্ছে” অভিযোগ ফোরামের

“অভিনেতাদের কথা বলে শুধুই জুনিয়র শিল্পী বা ‘একস্ট্রা’দের প্রতিষেধক দেওয়া হচ্ছে” অভিযোগ ফোরামের

কিছুদিন আগেই ‘শ্যুট ফ্রম হোম’ নিয়ে তরজা চলছিল ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া আর আর্টিস্ট ফোরামের মধ্যে। এবার বিবাদ শুরু হল কোভিডের টিকা ঘিরে। উল্লেখ্য, মঙ্গলবার থেকে বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার কথা ছিল  ফেডারেশনের পক্ষ থেকে। সেই মতই শুরু হয়েছে টিকা করণ। সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, প্রথম দিনে ভালই সাড়া পাওয়া গিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ফেডারেশনের সমস্ত সদস্য সহ কলাকুশলী ও শিল্পীদেরও প্রতিষেধক দেওয়া হচ্ছে।

তবে অন্যদিকে, কোভিডের টিকা বিষয়ে আর্টিস্ট ফোরামের অভিযোগ, শিল্পী বা অভিনেতাদের কথা উল্লেখ করে আদতে শুধুই জুনিয়র শিল্পী বা ‘একস্ট্রা’দের প্রতিষেধক দেওয়া হচ্ছে। হাতেগোনা তারকা বা রাজনীতিবিদ ছাড়া কোনও অভিনেতা আমন্ত্রণই পাননি!

আর্টিস্ট ফোরামের আরও দাবি, প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী ছাড়া বাকিরা কেউই খবর পাননি। ব্যক্তিগত ভাবে কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি আমন্ত্রণ পায়নি আর্টিস্ট ফোরামও! তাঁদের দাবি, আভিনেতাদের টিকা দিতে গেলে আগে আর্টিস্ট ফোরামের কাছে বিষয়টি জানাতে হবে, সেসব কোন কিছুই করা হয়নি বলে অভিযোগ আর্টিস্ট ফোরামের।

আর্টিস্ট ফোরামের করা এই অভিযোগ অবশ্য উড়িয়ে দেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁর পাল্টা দাবি, ফেডারেশন কিছু করলেই সমালোচনায় সরব ফোরাম।