Home আপডেট Fire at Chandni Chowk: কলকাতার চাঁদনি চকে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, আতঙ্ক চরমে

Fire at Chandni Chowk: কলকাতার চাঁদনি চকে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, আতঙ্ক চরমে

Fire at Chandni Chowk: কলকাতার চাঁদনি চকে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, আতঙ্ক চরমে

[ad_1]

বিধ্বংসী আগুন চাঁদনি চকে। বহুতলের ভেতর থেকে গল গল করে ধোঁয়া বের হচ্ছে বলে খবর। কলকাতার ব্যস্ততম এলাকায় আগুনের জেরে বিরাট আতঙ্ক ছড়ায়। বহুতল খালি করতে মাইকে বার বার ঘোষণা করছে পুলিশ। দমকলকর্মীরা ভেতরে ঢোকার সবরকম চেষ্টা করছেন। অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাঁরা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। 

এদিকে আগুনের জেরে এলাকায় ব্যপক আতঙ্ক ছড়ায়। দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে যায়। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। ওই বহুতলের নীচে একাধিক ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে গিয়েছে। দমকলকর্মীরা আগুনের উৎস স্থলে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু যেভাবে চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে তাতে যাওয়াটাই সমস্যার। তবে সবরকম চেষ্টা করছেন দমকলকর্মীরা। 

এবার প্রশ্ন আগুন লাগল কীভাবে? 

সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কি না সেটা দেখা হচ্ছে। প্রচুর দাহ্য পদার্থ রয়েছে ওই বহুতলে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেটাও দেখা হচ্ছে। কারণ ঘিঞ্জি এলাকায় রয়েছে ওই বহুতল। আগুন ছড়িয়ে পড়লে বড় বিপত্তি হয়ে যেতে পারে। এদিকে ধনতেরসের দিনে এভাবে আগুন লাগার ঘটনার জেরে এলাকায় ব্যপক উদ্বেগ ছড়িয়েছে। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here