Home আপডেট Ghatal News: লক্ষ্মীপুজোর রাতে TMC সদস্যের দলবদল, ঘাটালে পঞ্চায়েতের দখল নিল BJP

Ghatal News: লক্ষ্মীপুজোর রাতে TMC সদস্যের দলবদল, ঘাটালে পঞ্চায়েতের দখল নিল BJP

Ghatal News: লক্ষ্মীপুজোর রাতে TMC সদস্যের দলবদল, ঘাটালে পঞ্চায়েতের দখল নিল BJP

[ad_1]

দল ভাঙিয়ে সুবিধা করতে পারল না তৃণমূল। পালটা চালে ফের ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েত দখলের মুখে বিজেপি। লক্ষ্মীপুজোর রাতে তৃণমূলের টিকিটে জেতা এক পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেছেন। এর ফলে ১৫ আসনের ওই পঞ্চায়েতে ফের সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি।

পঞ্চায়েত ভোটের ফল বেরোলে দেখা যায় ইড়পালা গ্রাম পঞ্চায়েতে ৮টি আসন পেয়েছে বিজেপি। ৭টি আসন পায় তৃণমূল। এর ফলে বোর্ড গঠন করে বিজেপি। কিন্তু কয়েকদিনের মধ্যেই বিজেপির এক সংস্য তৃণমূলে নাম লেখান। ফলে উলটে যায় সমীকরণ। প্রধান বাসন্তী পোড়েকে সরিয়ে বোর্ড গঠন করে তৃণমূল। এমনকী ওই পঞ্চায়েতে স্থায়ী কমিটি গঠন নিয়ে তৃণমূল – বিজেপির ব্যাপক সংঘর্ষ হয়। সেসবরে পর মাস ঘুরতে না ঘুরতে তৃণমূলের ঘর ভাঙল বিজেপি।

লক্ষ্মীপুজোর রাতে তৃণমূলের টিকিটে জেতা সদস্য দীপক ভট্টাচার্য যোগ দিলেন বিজেপি। স্থানীয় বিজেপি বিধায়ক শীতল কপাটের হাত ধরে বিজেপিতে নাম লেখান তিনি। এর ফলে ফের ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি।

বিজেপিতে যোগদান করে দীপকবাবু বলেন, ‘তৃণমূল শুধু নিজের স্বার্থ বোঝে। কর্মীদের স্বার্থ বোঝে না। আমার সম্প্রতি একটি ব্যক্তিগত সমস্যা হয়েছিল। দল পাশে থাকবে বলে আশ্বাস দিলেও থাকেনি। তাই বিজেপিতে যোগদান করলাম।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here