Home আপডেট Gold Mines: অনেকেই জানেন না, প্রতিদিন ভারতের খনি থেকে কত সোনা তোলা হয় জানেন? গর্বে বুক ভরে যাবে

Gold Mines: অনেকেই জানেন না, প্রতিদিন ভারতের খনি থেকে কত সোনা তোলা হয় জানেন? গর্বে বুক ভরে যাবে

Gold Mines: অনেকেই জানেন না, প্রতিদিন ভারতের খনি থেকে কত সোনা তোলা হয় জানেন? গর্বে বুক ভরে যাবে

[ad_1]

Gold Mines: সোনার প্রতি কোনও মহিলার অনীহা দেখেছেন কখনও! আপনি বলবেন, ভারতীয় মহিলাদের সোনার গয়নার প্রতি টানই আলাদা। খাওয়া পরার অভাব থাক বা না থাক সকলেই একটু সোনার গয়না গায়ে তুলতে চায়। ঘরে ঘরে থাকা সব সোনা এক জায়গায় করলে সেই পাহাড় কতটা উঁচু হবে ভাবুন তো! যে যতটা পেরেছে এদেশ থেকে সোনা লুটে নিয়ে গিয়েছে। সে ইতিহাস তো আপনার জানা। তারপরও যা সোনা রয়েছে তা চোখ কপালে তোলার মতো। সাধে কি ভারতকে সোনার পাখি বলা হতো! জানেন, ভারতের মহিলাদের কাছে যা সোনা আছে তাতে বিশ্বের শীর্ষ ব্যাঙ্কগুলিও হাঁ হয়ে যায়! ভারতে একাধিক সোনার খনি রয়েছে। সেখান থেকে কত সোনা উত্তোলন করা হয়? সোনা উত্তোলনের দিক থেকে বিশ্বে কোন জায়গায় রয়েছে আমাদের দেশ? জানলে গর্বে আপনার বুক ভরে উঠবে ।চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

সোনা বর্তমানে বিশ্বের মূল্যবান ধাতুগুলির মধ্যে একটি। বর্তমানে আফ্রিকা, এশিয়া মহাদেশের বহু দেশেই সোনা পাওয়া যায়। এই দেশগুলির মধ্যে ভারতের নামও রয়েছে। প্রায় পাঁচ হাজার বছর আগে সোনা আবিষ্কৃত হয়েছিল। চিনেই বর্তমানে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয়। বিজ্ঞানী ও ঐতিহাসিকদের মতে,পৃথিবীতে আবিষ্কৃত প্রাচীনতম ধাতুগুলির মধ্যে সোনা অন্যতম। সারা বিশ্বে সোনা শুধু একটি ধাতু নয়, অর্থনৈতিক সমৃদ্ধিরও প্রতীক।প্রতি দেশের মজুদে কত সোনা রয়েছে, তা আর্থিক সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতেও একাধিক স্থানে সোনার খনি রয়েছে।

আপনারা সকলেই জানেন, এক সময় ভারতকে ‘সোনার পাখি’ বলা হত। এর পিছনে কারণও কিছু কম নেই। ইরানের শাসক নাদির শাহ যখন ১৭৩৯ সালে দিল্লি আক্রমণ করেছিলেন, তখন তিনি এত সোনা লুট করেছিলেন যে তিন বছর সেখানে কাউকে কর দিতে হয়নি। কত সোনা লুট হয়েছিল ভাবুন একবার ।সম্রাট শাহজাহানও নিজের জন্য একটি সোনার সিংহাসন তৈরি করেছিলেন। যার নাম ছিল ‘তখত-ই-তাউস’। ব্রিটিশদের বিরুদ্ধেও ভারত থেকে প্রচুর সোনা লুট করার অভিযোগ রয়েছে। এই তথ্যগুলি থেকে বুঝতেই পারছেন, ভারতে সোনার অভাব নেই।

এখনও দেশের অনেক জায়গা থেকে প্রচুর পরিমাণে সোনা তোলা হয়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটি রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে সোনার খনন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ টন সোনা উত্তোলন করা হয়েছে। তবুও এই ধাতুর কত দাম। ভারত থেকে কত সোনা উত্তোলন করা হয় জানেন? দেশে সবচেয়ে বেশি সোনার উৎপাদন হয় কর্ণাটকে। এখানকার কোলার স্বর্ণ খনি সুপরিচিত। এ ছাড়া হুট্টি গোল্ড ফিল্ড ও উটি নামের খনি থেকে বিপুল পরিমাণ সোনা উত্তোলন করা হয়। অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ড রাজ্যের হিরাবুদ্দিনী এবং কেন্দুকোচা খনি থেকেও প্রচুর পরিমাণে সোনা উত্তোলন করা হয়। তথ্য বলছে, ভারত প্রায় ১.৬ টন সোনার খনন করে। এদেশে বার্ষিক সোনার ব্যবহার হয় ৭৭৪ টন।বিশ্বব্যাপী ৩ হাজার টন সোনা উত্তোলন করা হয়।একটি রিপোর্টে দাবি করা হয়েছে, বর্তমানে ভারতের নারীদের কাছে ২১ হাজার টন সোনা রয়েছে। বিশ্বের শীর্ষ পাঁচটি ব্যাঙ্কের কাছেও এত সোনা নেই।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here