Home আপডেট Governor CV Anand Bose: ‘অপরাধীরা শাস্তি পাবে’ পিংলায় নিহত BJP কর্মীর বাড়িতে গিয়ে আশ্বাস রাজ্যপালের

Governor CV Anand Bose: ‘অপরাধীরা শাস্তি পাবে’ পিংলায় নিহত BJP কর্মীর বাড়িতে গিয়ে আশ্বাস রাজ্যপালের

Governor CV Anand Bose: ‘অপরাধীরা শাস্তি পাবে’ পিংলায় নিহত BJP কর্মীর বাড়িতে গিয়ে আশ্বাস রাজ্যপালের

[ad_1]

গত মাসে পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিজেপি কর্মী শান্তনু ঘড়ুইকে খুন করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনের সাড়া দিয়ে অবশেষে আজ সোমবার পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত রকম সহযোগিতা করার পাশাপাশি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

আরও পড়ুন: পিংলায় নিহত BJP কর্মীর পরিবারকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন শুভেন্দু

এদিন রাজ্যপালকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। রাজ্যপালের সামনে স্থানীয়রা অভিযোগ করেন, কোনও নেতার নামে এখানে কেউ অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন। তখন রাজ্যপাল তাদেরকে রাজভবনে অভিযোগ জানাতে বলেন। এরজন্য পুলিশের তরফে রাজভবনের সঙ্গে যোগাযোগের জন্য একটি নম্বর দেওয়া হয় তাঁদের। 

রাজ্যপাল সেখানে বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, ‘এখানে কী ঘটেছে? তা দেখতে আমি নিজে এসেছি। যা ঘটেছে তা এখানকার মানুষের মুখ থেকে শুনতে এসেছি। এটা কোনও সাধারণ ঘটনা নয়। এই পরিবারটি তাদের নিজের কাছের লোককে হারিয়েছে। একজন বাবা হারিয়েছে, একজন সন্তান হারিয়েছেন, আর একজন স্বামী হারিয়েছেন। অপরাধীদের কোনও রাজনৈতিক পরিচয় হয় না বা কোনও ধর্ম হয় না। অপরাধীর স্থান হল জেলে। আমি আশ্বস্ত করছি এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত সে জেলে যাবে।’

রাজ্যপাল আরও বলেন, ’এটা রাজনৈতিক হিংসার ঘটনা কিনা সেটা তদন্তাধীন বিষয়। যেই খুন করে থাকুক না কেন সেই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে।’ রাজ্যপাল এদিন পিংলা থেকে আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচনে কোনওভাবেই হিংসাকে প্রশ্রয় দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘ নির্বাচনে হিংসার কোনও জায়গা নেই নির্বাচন হয় ব্যালটে এখানে বুলেটের কোনও জায়গা নেই। একজন রাজ্যপাল হিসেবে আমার কর্তব্য হল মানুষ যাতে বিচার পায় সেজন্য আমি এখানে এসেছি। আমি এই ঘটনায় ব্যবস্থা নেব। আমি রাজ্যপাল হিসেবে দরিদ্র পরিবারের পাশে আছি। তারা বিচার থেকে বঞ্চিত হবে না।’

উল্লেখ্য, গত ২৩ মার্চ পশ্চিম মেদিনীপুর পিংলা বিধানসভার খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত বারবাসী এলাকা থেকে শান্তনুর দেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাকে খুন করে গ্রামের পাশে ধান জমিতে ফেলে দেওয়া হয়। অভিযোগের তীর উঠেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এই ঘটনা সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন। আজ সেখানে পরিবারের সদস্যদের ন্যায়বিচারের আশ্বাস দেন রাজ্যপাল।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here