Home আপডেট Governor on Garden Reach: অ্যাক্সিডেন্ট নয়! গার্ডেনরিচে গিয়ে রাজ্যপাল যা বললেন, ‘অস্বস্তি’ বাড়ল সরকারের

Governor on Garden Reach: অ্যাক্সিডেন্ট নয়! গার্ডেনরিচে গিয়ে রাজ্যপাল যা বললেন, ‘অস্বস্তি’ বাড়ল সরকারের

Governor on Garden Reach: অ্যাক্সিডেন্ট নয়! গার্ডেনরিচে গিয়ে রাজ্যপাল যা বললেন, ‘অস্বস্তি’ বাড়ল সরকারের

[ad_1]

গার্ডেনরিচে ভেঙে গিয়েছে বহুতল। পুুকুর বুজিয়ে সেই বহুতল তৈরি হয়েছিল বলে অভিযোগ। একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে ওই বহুতল ভেঙে পড়ার ঘটনায়। বার বার প্রশ্ন উঠছে, কাদের প্রশয়ে সকলের চোখের সামনে এই বেআইনি নির্মাণ হল গার্ডেনরিচে? কারা রয়েছে এর পেছনে?

বাংলার মুখ্য়মন্ত্রী নিজেই বলেছেন বেআইনি কিছু কিছু হয়। আর ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পরে গার্ডেনরিচে যান বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। গার্ডেনরিচের ঘটনাস্থলে যান তিনি। এরপর তিনি হাসপাতালে আহতদেরও দেখতে যান তিনি।

আর সেখান থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, এটা অ্য়াক্সিডেন্ট নয়, হিউম্যান ফেলিওর। তিনি জানিয়ে দেন, সব দুর্ঘটনার পেছনেই হিউম্যান ফেলিওর থাকে। যারা দুর্ঘটনায় ক্ষতির মুখে পড়লেন তারা কেউ এর জন্য় দায়ী নন। বিল্ডার দোষ করেছেন। যাদের দেখার দায়িত্ব সেই সুপারভাইজারদের গাফিলতি সবথেকে বেশি।

সেই সঙ্গেই রাজ্যপাল জানিয়ে দিয়েছেন, শীঘ্রই রাজভবনে নির্মাণ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হবে। আইআইটি খড়্গপুর, হাডকো, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট সহ একাধিক সংস্থা ও ক্রেডাইয়ের বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। সেই বৈঠক থেকে যা উঠে আসবে তা সরকারের কাছে দেওয়া হবে। প্রয়োজনীয় অ্য়াকশনের জন্য় এই পরামর্শ সরকারের কাছে জানানো হবে। জানিয়েছেন রাজ্যপাল।

সেই সঙ্গেই রাজ্যপালের সংযোজন আমি অত্যন্ত খুশি হয়েছি যে মুখ্য়মন্ত্রী এসেছিলেন। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে। রাজ্য সরকারের উচিত শহরের বেআইনি বাড়ি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া। এর পেছনে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে রাজভবন দ্রুত ব্যবস্থা নেবে। এমনটাই জানিয়েছেন রাজ্যপাল।

আর মমতা বন্দ্যোপাধ্য়ায়ও গিয়েছিলেন ঘটনাস্থলে। গিয়েছিলেন আহতদের দেখতে হাসপাতালে। ঘটনাস্থলে গিয়ে মমতা বলেন, বেআইনি কাজের জন্য় এই ঘটনা হয়েছে। অ্যাকশন নেয় যেন। এই জায়গাটা ঘিঞ্জি।আপনাদের সকলের সহযোগিতা চাইছি। কলকাতা কর্পোরেশন কাজ করছে। বছরের পর বছর ধরে কিছু বাড়ি তৈরি করে প্রমোটারদের একাংশ। বাড়ি তৈরির করার আগে এটা দেখা দরকার যে আশেপাশে যে গরীব মানুষ রয়েছে তাদের ব্যাপারটাও দেখা দরকার। অফিসিয়াল পারমিশন নিয়েছে কি না সেটার উপর নির্ভর করে। এটা বেআইনি কিছু কিছু হয়। আমাদের মেয়রকে জিজ্ঞাসা করেছিলাম পারমিশন নিয়েছে কি না বললেন না। রমজান মাসে সকলে উপবাস…এরকম পরিস্থিতিতে সকলে এগিয়ে এসেছেন।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here