গুজরাট বিধানসভা ফলাফল, পিছিয়ে গিয়েও লড়াই চালালেন রাহুল~ মোদীর শেষ হাসি ও Victory Sign

গুজরাট বিধানসভা ফলাফল, পিছিয়ে গিয়েও লড়াই চালালেন রাহুল~ মোদীর শেষ হাসি ও Victory Sign

গুজরাটে মোট ১৮২ টি আসনে এবার দু’দফায় ভোট গ্রহণ হয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাটে এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে। তার পাশাপাশি রাহুল গান্ধী দু’দিন আগেই কংগ্রেসের সভাপতি হয়েছেন আনুষ্ঠানিক ভাবে। একদিকে এই ভোট যেমন নরেন্দ্র মোদীর কাছে সম্মানের লড়াই। একই কথা খাটে রাহুলের ক্ষেত্রেও। গুজরাতে কংগ্রেস শোচনীয়ভাবে ধরাশায়ী হলে তার প্রভাব রাহুলের সভাপতি কেরিয়ারে ছাপ ফেলবেই। কংগ্রেস সভাপতি কিন্তু শেষ হাসি না হাসতে পারলেও, গুজরাটের লিটমাস টেস্ট এ খোদ মোদির রাজ্যে ভালই দাগ কাটলেন । বিধানসভা র ১৮২টি আসনে কংগ্রেস ও তার জোটসঙ্গীরা মিলে উদ্ধার করলেন ৭০টি আসন।

আজ সকালে ভোটগণনা শুরু হতেই ট্রেন্ড যথারীতি বিজেপির পক্ষেই যেতে থাকে, মাঝে কিছুটা সময় কংগ্রেস প্রার্থী রা এগিয়ে থাকলেও বিজেপিই শেষ হাসি হাসতে চলেছে । সকালে সংসদে ঢোকার সময় স্বভাবসিদ্ধ আত্মবিশ্বাসে ভিক্টরি-সাইন দেখান প্রধানমন্ত্রী।

হিমাচলপ্রদেশেও বিজেপের জয় অব্যাহত । সে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে বিজেপি। ৪১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২২টি আসনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here