Home আপডেট Harmful chemicals: ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বহনের ক্ষেত্রে নিতে হবে পরিবেশ দফতরের ছাড়পত্র

Harmful chemicals: ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বহনের ক্ষেত্রে নিতে হবে পরিবেশ দফতরের ছাড়পত্র

Harmful chemicals: ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বহনের ক্ষেত্রে নিতে হবে পরিবেশ দফতরের ছাড়পত্র

[ad_1]

ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বহন করতে গেলে পরিবেশ দফতরের ছাড়পত্র নিতে হবে। ছাড়পত্র ছাড়া কোনওভাবেই এই ধরনের রাসায়নিক পদার্থ বহন করা যাবে না। সম্প্রতি নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তাতে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বহন নিয়ে পরিবেশ দফতরের ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য পরিবহণ দফতরের তরফে জারি করা এই নির্দেশকে আদর্শবিধি বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃদশদিনে পরিবহণ দফতরের কোষাগারে ঢুকল ১০০ কোটি টাকা, কোন পথে আয় বাড়ল?

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বহনের ক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। সেই আবেদন জমা দিতে হবে পরিবেশ দফতরে। দফতর ছাড়পত্র দিলে তবেই এই সংক্রান্ত পদার্থ বহন করা যাবে। এর পাশাপাশি গাড়ির চালানে জানতে হবে, সংশ্লিষ্ট বস্তু কী ধরনের? তার ওজন কত? অথবা তেজস্ক্রিয় কিনা। শুধু তাই নয়, এ রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে গেলে তার জন্য অনুমতিও নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।প্রসঙ্গত, রাসায়নিক পদার্থ পরিবহণের ক্ষেত্রে আগে থেকেই কিছু নির্দেশিকা রয়েছে। এবার সেই নির্দেশিকার সঙ্গে সঙ্গে নয়া এই নির্দেশিকা মেনে চলতে হবে বলেও রাজ্য পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে। 

সাধারণত পেট্রোলিয়াম বা দাহ্য গ্যাস অথবা অন্যান্য রাসায়নিক পরিবহণের ক্ষেত্রে ট্রাকের চালকদের বিশেষ প্রশিক্ষণ থাকতে হয়। সেক্ষেত্রে আপতকালীন পরিস্থিতিতে যাতে তারা সামাল দিতে পারেন তার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। নির্দেশিকায় বলা রয়েছে, এই ধরনের পণ্য পরিবহণের ক্ষেত্রে কোনও বিপদ ঘটলে সংস্থার তরফে কী ব্যবস্থা নেওয়া হবে তা জানাতে হবে। শুধু তাই নয়, পেট্রোপণ্য বহনের ক্ষেত্রে ফুলকি রুখতে কী ব্যবস্থা রয়েছে? তাও জানাতে বলা হয়েছে।

রাজ্য পরিবহণ দফতর সূত্রের খবর, এই সমস্ত পদার্থ বহনের ক্ষেত্রে যাতে কোনও রকমের দুর্ঘটনা না ঘটে তারজন্য এমন নির্দেশ জারি করা হয়েছে। এর পাশাপাশি যে সমস্ত গাড়ির হাইসিকিয়োরিটি নম্বর প্লেট নেই সেই সমস্ত গাড়িগুলিতে নির্দিষ্ট সময়ের মধ্যে এই নম্বর প্লেট লাগানোর নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহণ দফতর।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here