Home লাইফস্টাইল মহিলাদের জীবন সংগ্রামকে সম্মান জানানোর অভিনব অনুষ্ঠান ‘ সি প্রেনিয়র’

মহিলাদের জীবন সংগ্রামকে সম্মান জানানোর অভিনব অনুষ্ঠান ‘ সি প্রেনিয়র’

মহিলাদের জীবন সংগ্রামকে সম্মান জানানোর অভিনব অনুষ্ঠান ‘ সি প্রেনিয়র’
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

জীবনের প্রতিক্ষেত্রে মহিলাদের নানাধরনের জীবন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সেইসব জীবন সংগ্রামের কাহিনী তাদের প্রাপ্য সম্মান পান না। কলকাতা গ্রন্থাগারের ভাষা ভবনে সম্প্রতি হয়ে গেল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২বি১,সাথে ছিল লায়েন্স ক্লাব অফ ক্যালকাটা এলিটের উদ্যোগে সমাজের বুকে নারীদের লড়াই করে উঠে আসার বিভিন্ন ‘ইনসপায়ারিং স্টোরি’ । জীবনে চলার পথে নারীদের ভূমিকা ও তাদেরই লড়াইয়ের কথা নিয়ে আয়োজিত হয় এক আলোচনা সম্মেলন। অনুষ্ঠানে সমাজের ক্ষেত্রের নারীরা অংশগ্রহণ করেন। নিজেদের লড়াইয়ের মধ্য দিয়ে জয়ী হয়ে সমাজের বুকে যারা নিদর্শন তৈরি করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্সের আন্তর্জাতিক সভাপতি লায়ন্স গুডরুন ইয়াংভাদোত্তীর।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তর থেকে খবরের শিরোনামে উঠে আসা মহিলারা অংশ নেন।

∆ অলকা বাঙ্গুর (শিল্পপতি),

∆ সীমা সাপ্রু (অধ্যক্ষ),

∆ দোলা ব্যানার্জী (স্পোর্টস),

∆ অপরাজিতা রাই (ips),

∆ মাধবীলতা মিত্র(মডেল),

∆ রিনা দেওয়ান,

∆ দ্বিতিপ্রিয়া (গায়িকা)

সহ প্রমুখরা । জীবন সংগ্রামে সফল এইসব স্বনামধন্য ব্যক্তিত্বদের হাতে ‘সি প্রেনিয়র’ পুরস্কার তুলে দেওয়া হয়।
লায়ন্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রেম লাহটি, এ পি সিং, সংগীতা জাতিয়া, দীপ্তি মোদী সহ আহ্বায়ক ডঃ সুজাতা আগরওয়াল ।