Home আপডেট House Owner Murdered: দেবব্যবসায় বাধা পেয়ে বাড়ির মালকিনকে খুন, পুলিশের সামনে নাটক করেও ফাঁদে ভাড়াটে

House Owner Murdered: দেবব্যবসায় বাধা পেয়ে বাড়ির মালকিনকে খুন, পুলিশের সামনে নাটক করেও ফাঁদে ভাড়াটে

House Owner Murdered: দেবব্যবসায় বাধা পেয়ে বাড়ির মালকিনকে খুন, পুলিশের সামনে নাটক করেও ফাঁদে ভাড়াটে

[ad_1]

দেহব্যবসায় বাধা পেয়ে বাড়ির মালিককে খুন করার অভিযোগ উঠল ভাড়াটের বিরুদ্ধে। রক্তাক্ত বৃদ্ধকে উদ্ধারের পর রীতিমতো পুলিশের সামনে গল্প ফেঁদেও পার পেলেন না বুলবুলি বিবি নামে ওই মহিলা। ঘটনা উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা এলাকার মির্জানগর। নিহত সালেহা বিবির স্বামীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে মির্জানগরে নিজের বাড়ি থেকে সালেহা বিবি নামে এক বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তাঁর গলায় ছিল ধারাল অস্ত্রের অঘাত। ভারী কিছুর আঘাতে কপালে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল। বৃদ্ধাকে সঙ্গে সঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় তাঁর। জানা যায়, সালেহা বিবিকে প্রথম রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর বাড়ির ভাড়াতে বুলবুলি বিবি। তিনিই প্রতিবেশীদের খবর দেন। এমনকী পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাঁদের কাছেও বয়ান দেন তিনি।

সালেহা বিবির মৃত্যুর পর বুলবুলি বিবির বয়ান খতিয়ে দেখে তদন্তকারীরা একাধিক অসঙ্গতি পান। মঙ্গলবার বিকেল থেকে তাঁকে লাগাতার জেরা শুরু করেন পুলিশ আধিকারিকরা। জেরায় বুলবুলি জানায়, দেহ ব্যবসায় বাধা দেওয়ায় বৃদ্ধা সালেহাকে খুন করেছে সে-ই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয়রা জানিয়েছেন, বৃদ্ধা সালেহা ছিলেন নির্বিবাদ। তাঁর বাড়িতে ভাড়া থাকতেন বুলবুলি ও তাঁর স্বামী। স্বামীর অনুপস্থিতিতে বুলবুলির ঘরে অচেনা যুবকদের যাতায়াত ছিল। স্থানীয়দের দাবি, দেহব্যবসায় যুক্ত ছিলেন তিনি। সেকথা জেনে ফেলেন সালেহা। ধর্মপ্রাণ বৃদ্ধা তাঁর বাড়িতে এসব না করতে বুলবুলিকে সতর্ক করেন। কিন্তু কাজ হয়নি। এর পর বুলবুলির কাণ্ড তাঁর স্বামীর কাছে ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এতেই আতঙ্কিত হয়ে যান বুলবুলি। তিনি সালেহাকে খুন করার পরিকল্পনা করেন।

মঙ্গলবার রাতেই ধৃতকে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ। বুধবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here