Home আপডেট Howrah metro: চালু হওয়ার ১৭ দিনেই রেকর্ড, গঙ্গার নিচ দিয়ে মেট্রোয় সফর করলেন ৭.৫ লাখ যাত্রী

Howrah metro: চালু হওয়ার ১৭ দিনেই রেকর্ড, গঙ্গার নিচ দিয়ে মেট্রোয় সফর করলেন ৭.৫ লাখ যাত্রী

Howrah metro: চালু হওয়ার ১৭ দিনেই রেকর্ড, গঙ্গার নিচ দিয়ে মেট্রোয় সফর করলেন ৭.৫ লাখ যাত্রী

[ad_1]

গত ৬ মার্চ গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ১৫ মার্চ যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল এই মেট্রো পরিষেবা। দীর্ঘ প্রতীক্ষিত এই মেট্রো পরিষেবার জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন বহু মানুষ। ফলে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালু হতেই সেখানে প্রতিদিনই ভিড় বাড়ছে যাত্রীদের। আর মাত্র ১৭ দিনে রেকর্ড যাত্রী বহন করল এই মেট্রো পরিষেবা। এই কয়দিনে প্রায় সাড়ে ৭ লক্ষ যাত্রী বহন করে ফেলল গঙ্গার নিচে মেট্রো পরিষেবা। 

আরও পড়ুনঃ এসপ্ল্যানেড–হাওড়া মেট্রোর জেরে প্রভাব পড়ল ফেরিতে, বিকল্প ভাবনা পরিবহণ দফতরের

হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত চলছে এই মেট্রো পরিষেবা। দেশের মধ্যে শুধু কলকাতাতেই নদীর নিচে কোনও মেট্রো পরিষেবা চালু হয়েছে। তা ঘিরে স্বাভাবিকভাবেই উন্মাদনা রয়েছে গোটা দেশে। তারপর প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ হাওড়া থেকে কলকাতায় এবং কলকাতা থেকে হাওড়ায় যাতায়াত করেন। ফলে স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে এই মেট্রোতে। তার উপর যানজট এড়িয়ে অল্প সময়ে ধর্মতলা এবং হাওড়ায় পৌঁছানোর মেট্রোর কোনও বিকল্প নেই। ফলে প্রতিদিনই এই রুটের মেট্রোতে প্রচুর যাত্রীর ভিড় হচ্ছে। এমনও দেখা গিয়েছে, এই রুটে মেট্রো চালু হতেই ধর্মতলা হাওড়া আগামী বাসের যাত্রী সংখ্যা হু হু করে নেমে গিয়েছে। তা থেকে আঁচ করা যেতে পারে কেমন ভিড় হচ্ছে এই মেট্রোয়।

মেট্রোর তরফে জানানো হয়েছে, গত অর্থবছরের শেষ ১৭ দিনে গ্রীন লাইনের এই রুটে সাড়ে ৭ লক্ষ যাত্রী বহন করেছে মেট্রো। পূর্ব রেলের পাশাপাশি দক্ষিণ পূর্ব রেলওয়ের যাত্রী মেট্রো ব্যবহার করছেন। প্রথম দিন থেকে হাওড়া পর্যন্ত প্রসারিত মেট্রো হাজার হাজার যাত্রী টানছে। বর্তমানে এই রুটে ৪টি মেট্রো স্টেশন রয়েছে যেমন হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ এবং এসপ্ল্যানেড। এই পরিষেবাগুলি সোমবার থেকে শনিবার পর্যন্ত পাওয়া যাচ্ছে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন গ্রিন লাইন এবং ব্লু লাইনের মধ্যে সংযোগকারী স্টেশন।

গত ১৭ দিনে এই মেট্রোয় সর্বাধিক যাত্রী হয়েছে হাওড়া স্টেশনে। এই স্টেশনে প্রায় ৩.১৫ যাত্রীর ভিড় হয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে হাওড়া ময়দান স্টেশন। এখানে যাত্রীর সংখ্যা হল ২.৫৫ লক্ষ। রবিবার ছাড়া সোম থেকে শনিবার পর্যন্ত এই রুটে মেট্রো পাওয়া যাচ্ছে। অফিস টাইমে ১২ মিনিট অন্তর চলছে মেট্রো। অন্যান্য সময়ে ১৫ মিনিট অন্তর। সকালের প্রথম মেট্রো পাওয়া যাচ্ছে ৭টায়। রাতে শেষ মেট্রো থেকে ৯টা ৪৫ মিনিটে। চলতি আর্থিক বছরে এই মেট্রোয় যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে আশা মেট্রো কর্তৃপক্ষের।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here