Home আপডেট Howrah Station: ওভারহেড তার ছিঁড়ে বিরাট বিপত্তি হাওড়া স্টেশনে, শীতের রাতে ট্রেন চলাচলে বিঘ্ন, ক্ষুব্ধ যাত্রীরা

Howrah Station: ওভারহেড তার ছিঁড়ে বিরাট বিপত্তি হাওড়া স্টেশনে, শীতের রাতে ট্রেন চলাচলে বিঘ্ন, ক্ষুব্ধ যাত্রীরা

Howrah Station: ওভারহেড তার ছিঁড়ে বিরাট বিপত্তি হাওড়া স্টেশনে, শীতের রাতে ট্রেন চলাচলে বিঘ্ন, ক্ষুব্ধ যাত্রীরা

[ad_1]

হাওড়া স্টেশনে রেল ইয়ার্ডের কাছে ওভারহেড তার ছিঁড়ে বড় বিপত্তি। দক্ষিণ পূর্ব রেলের শাখায় ট্রেন চলাচলে ব্যপক বিঘ্ন।বাতিল আমতা লোকাল,পাঁশকুড়া লোকাল ও খড়্গপুর লোকাল বাতিল করা হয়েছে। ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা। তাদের দাবি সেই সন্ধ্যা সাতটার সময় হাওড়া স্টেশনের একাধিক প্লাটফর্ম থেকে ট্রেন ছাড়া বন্ধ রাখা হয়েছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত এই পরিস্থিতি চলছে। যাত্রীদের মধ্য়ে তুমুল ক্ষোভ দানা বেঁধেছে।

সূত্রের খবর ওভারহেড তার ছিঁড়েই এই বিপত্তি হয়েছে। ১৩, ১৪ ও ১৫ নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। সূত্রের খবর, মূলত ওই শাখাগুলিতেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। একের পর এক প্লাটফর্মে দাঁড়িয়েছিল। কখন ট্রেন ছাড়বে তা বুঝতে পারছেন না যাত্রীরা।

প্রচুর যাত্রী অপেক্ষা করছেন প্লাটফর্মে। তবে ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষার জেরে ক্রমে ধৈর্যের বাঁধ ভাঙছে তাদেরও। তবে সূত্রের খবর, ওভারহেড তারের কাজ চলছে। কীভাবে তা ছিঁড়ে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ওভারহেড তার মেরামত করার জন্য স্বাভাবিকভাবে ইলেকট্রিক বন্ধ রাখতে হয়। সেকারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে ওই শাখায়। তবে দ্রুত মেরামতি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে খবর।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here