Home আপডেট HS Semester System Rules: প্রতিটি সেমেস্টারেই পাশ-ফেল থাকবে, সিদ্ধান্ত বদল উচ্চমাধ্যমিক সংসদের, কত নম্বর?

HS Semester System Rules: প্রতিটি সেমেস্টারেই পাশ-ফেল থাকবে, সিদ্ধান্ত বদল উচ্চমাধ্যমিক সংসদের, কত নম্বর?

HS Semester System Rules: প্রতিটি সেমেস্টারেই পাশ-ফেল থাকবে, সিদ্ধান্ত বদল উচ্চমাধ্যমিক সংসদের, কত নম্বর?

[ad_1]

একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি সেমেস্টারেই পাশ করতে হবে। তবেই পরবর্তী সেমেস্টারে যাওয়া যাবে। এমনই সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ প্রতিটি সেমেস্টারে পাশ-ফেল থাকবে। প্রতিটি সেমেস্টারের প্রতিটি বিষয়ে ন্যূনতম নম্বর না পেলে সংশ্লিষ্ট পড়ুয়া ‘পাশ’ করবেন না। উঠতে পারবেন না পরবর্তী সেমেস্টারে। তবে ন্যূনতম কত নম্বর পেলে পড়ুয়ারা পাশ করবেন, তা নির্দিষ্টভাবে জানায়নি সংসদ। আপাতত উচ্চমাধ্যমিকে প্রতিটি বিষয়ে যে পাশ নম্বর আছে, সেটার ভিত্তিতেই সম্ভবত নির্ধারিত হবে যে প্রতিটি সেমেস্টারে কত নম্বর পেলে পরবর্তী সেমেস্টারে উঠতে পারবেন পড়ুয়ারা।

বিষয়টি নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক জানিয়েছেন, সেমেস্টার প্রক্রিয়া চালু করলেও মূল্যায়নের মান যাতে না পড়ে যায়, সেটা নিশ্চিত করার উপরে জোর দিচ্ছে সংসদ। দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদই স্কুলস্তরে প্রথম সেমেস্টার প্রক্রিয়া চালু করেছে। প্রতিটি সেমেস্টারেই পড়ুয়াদের ন্যূনতম নম্বর পেতে হবে। তবেই তাঁরা পরবর্তী সেমেস্টারে যেতে পারবেন। অর্থাৎ প্রতিটি সেমেস্টারে পাশ করতে হবে বলে জানিয়েছেন সংসদের সচিব।

আরও পড়ুন: Class 11 New Book Publication Date: এই তারিখের মধ্যে একাদশ শ্রেণির সেমেস্টারের বই আসবে! ডেডলাইন বেঁধে দিল সংসদ, কবে?

এমনিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তর সেমেস্টার প্রথা চালু হচ্ছে। অর্থাৎ যে পড়ুয়ারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারাই উচ্চমাধ্যমিক স্তরের সেমেস্টার ব্যবস্থার প্রথম ব্যাচ হতে চলেছে। আর সেমেস্টার ব্যবস্থায় প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ২০২৬ সালে। প্রাথমিকভাবে সংসদ ঠিক করেছিল, একাদশ এবং দ্বাদশ শ্রেণি মিলিয়ে যে চারটি সেমেস্টার হবে, সেটির প্রতিটিতেই পাশ করতে হবে, এমন কোনও নিয়ম রাখা হবে না। অর্থাৎ সার্বিকভাবে পাশ-ফেলের বিষয়টি নির্ধারিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল সংসদ। 

আরও পড়ুন: Madhyamik 2024 Result: এপ্রিলের শেষে মাধ্যমিকের ফলাফল? আছে ২ ‘গোল্ডেন টাইম’, ২০১৯ সালে কী হয়েছিল?

যদিও সেই বিষয়টি নিয়ে একাধিক শিক্ষক সংগঠনের তরফে আপত্তি জানানো হয়েছিল। ওই মহলের তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে প্রতিটি সেমেস্টারে পাশ-ফেলের ব্যবস্থা না থাকলে উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার মান পড়ে যাবে। সেই পরিস্থিতিতে পুরো বিষয়টি বিবেচনা করে একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি সেমেস্টারেই পাশ-ফেলের নিয়ম চালু করা হচ্ছে বলে সংসদ সূত্রে খবর।

আরও পড়ুন: HS 2024 Result Date: কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোবে? পরীক্ষা শেষের দিনেই জানিয়ে দিল সংসদ

একাদশ ও দ্বাদশ শ্রেণির সেমেস্টার ব্যবস্থায় পরীক্ষা কবে হবে?

১) প্রথম সেমেস্টার: নভেম্বর। 

২) দ্বিতীয় সেমেস্টার: মার্চ। 

৩) তৃতীয় সেমেস্টার: নভেম্বর। 

৪) চতুর্থ সেমেস্টার: মার্চ।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here