Home খেলাধুলো ICC World Cup 2023: ইডেনে বিশ্বকাপের ম্যাচের শেষেই ছাড়বে বিশেষ লোকাল, সময় জানাল রেল

ICC World Cup 2023: ইডেনে বিশ্বকাপের ম্যাচের শেষেই ছাড়বে বিশেষ লোকাল, সময় জানাল রেল

ICC World Cup 2023: ইডেনে বিশ্বকাপের ম্যাচের শেষেই ছাড়বে বিশেষ লোকাল, সময় জানাল রেল

[ad_1]

কলকাতা: ইডেনে ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখে ফেরা দর্শকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল৷ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে. ইডেনে বিশ্বকাপের ম্যাচ শেষে দর্শকদের জন্য বিবাদী বাগ এবং প্রিন্সেপ ঘাট থেকে বারাসত এবং বারুইপুরগামী দুটি বিশেষ লোকাল ট্রেন ছাড়বে৷

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইডেনে যে দিন যে দিন বিশ্বকাপের খেলা থাকবে, সে দিন রাত ১০.৫৫ মিনিটে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে বারাসতগামী একটি বিশেষ লোকাল ট্রেন ছাড়বে৷ অন্যদিকে, বিবাদী বাগ থেকে রাত ১০.৪৫ মিনিটে বারুইপুরগামী একটি লোকাল ট্রেন ছাড়বে৷

আরও পড়ুন: সিঙ্গুর মামলায় টাটাকে দিতে হবে ৭৬৫ কোটি, রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ট্রাইবুনালের

এর পাশাপাশি হাওড়া থেকে তারকেশ্বরগামী যে লোকাল ট্রেন নিয়মিত রাত ১১.০৫ মিনিটে ছাড়ে, সেটি খেলার দিন রাত ১১.১৫ মিনিটে ছাড়বে৷ ইডেন গার্ডেন্সে আগামিকাল, মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ৷ এর পরে আগামী ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত৷ তার পরে একটি সেমি ফাইনালের খেলাও রয়েছে ইডেনে।

রোহিত, বিরাট, শামিদের যেমন এই বিশ্বকাপে অপ্রতিরোধ্য লাগছে, সেরকমই দুরন্ত ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকাও৷ তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হোঁচট খেতে হয়েছে তাদের৷ ফলে ভারতের খেলার দিন ইডেন ভরে যাওয়ার কথা৷ সে কথা মাথায় রেখেই দর্শকদের সুবিধার্থে বিশেষ লোকাল ট্রেন পরিষেবার কথা ঘোষণা করল পূর্ব রেল৷

Tags: Eden Gardens, ICC Cricket world cup 2023

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here