Home আপডেট কোভিড পজিটিভদের ফের আরটি-পিসিআর পরীক্ষা নয়, নির্দেশ আইসিএমআর-এর

কোভিড পজিটিভদের ফের আরটি-পিসিআর পরীক্ষা নয়, নির্দেশ আইসিএমআর-এর

কোভিড পজিটিভদের ফের আরটি-পিসিআর পরীক্ষা নয়, নির্দেশ আইসিএমআর-এর

করোনা মোকাবিলায় নমুনা পরীক্ষা, চিহ্নিতকরণ এবং চিকিৎসার উপর বরাবরই জোর দিয়ে আসছে সরকার। মঙ্গলবার কোভিড টেস্ট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ।

আইসিএমআর-এর ডিরেক্টর বলরাম ভার্গব এ দিন জানান, বর্তমানে সারা দেশে সংক্রমণের হার ২১ শতাংশ। প্রতিদিন আরটি-পিসিআর টেস্টের ক্ষমতা প্রায় ১৬ লক্ষ। অন্যদিকে প্রতিদিন ১৭ লক্ষ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট সম্ভব। দুই পদ্ধতি মিলিয়ে এপ্রিল-মে মাসে প্রতিদিন ১৬-২০ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছিল। গত ৩০ এপ্রিল সারা দেশে ১৯ লক্ষ ৪৫ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এখনও পর্যন্ত যা সারা বিশ্বে সর্বোচ্চ।

এ দিন সকালে আইসিএমআর জানায়, ১০ মে নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লক্ষ ৫০ হাজার ১১০টি। এখনও পর্যন্ত সারা দেশে ৩০ কোটি ৫৬ লক্ষ ১৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে।

এক নজরে নির্দেশগুলি-
১. কোভিড পজিটিভ হিসেবে শনাক্তদের ফের আরটি-পিসিআর পরীক্ষা করা উচিত নয়।

২. সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল অথবা স্বাস্থ্যকেন্দ্রে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার (RATs) অনুমতি দেওয়া হবে। এর জন্য কোনো অনুমোদনের প্রয়োজন নেই।

৩. বাড়ি গিয়ে নমুনা পরীক্ষা চলছে। স্কুল, কলেজ, কমিউনিটি সেন্টার, আরডব্লুিউ অফিস ইত্যাদিতে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার বুথ তৈরি করা হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মডেলে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

৪.আন্তঃদেশীয় ভ্রমণের জন্য স্বাস্থ্যকর মানুষদের জন্য কোনো পরীক্ষার প্রয়োজন নেই।

৫. সমস্ত আরটি-পিসিআর এবং র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল আইসিএমআর-এর পোর্টালে আপলোড করা হবে|