Home বিদেশ Imran Khan: গ্রেফতার হতে চলেছেন ইমরান? ক্রিজে একা লড়ছেন, বাঁচতে দেশ ছাড়বেন নাকি

Imran Khan: গ্রেফতার হতে চলেছেন ইমরান? ক্রিজে একা লড়ছেন, বাঁচতে দেশ ছাড়বেন নাকি

Imran Khan: গ্রেফতার হতে চলেছেন ইমরান? ক্রিজে একা লড়ছেন, বাঁচতে দেশ ছাড়বেন নাকি

[ad_1]

Imran Khan: আবারও গ্রেফতার হচ্ছেন ইমরান খান? ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। যখন তখন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গ্রেফতার হয়ে যাওয়ার চান্স বাড়ছে। এবার কি ইমরানকে পাকিস্তান ছাড়তেই হবে? পাকিস্তানে ইমরানের সঙ্গে কী হচ্ছে? জালে জড়িয়েছেন ফাওয়াদও। ব্যান করা হবে পিটিআই-কে? পরিস্থিতি মোটেই সুবিধার নয়, ক্রিজে একাই লড়ছেন কপ্তান। শেষরক্ষা হবে তো? প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দেশটার নির্বাচন কমিশন মানে ইসিপি। কিন্তু কেন?

জানা যাচ্ছে নির্বাচনী রীতি-নীতি অবমাননা মামলায় জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ইমরানের বিরুদ্ধে। গত বছরের আগস্টে দেশটির নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনার এর বিরুদ্ধে অসংসদীয় ভাষা প্রয়োগের ঘটনায় ইমরান খান ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়। এই বছরের শুরুতেও পাকিস্তান নির্বাচন কমিশন একই ধরনের মামলায় ইমরান খানের বিরুদ্ধে ছিল জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই মামলায় পিটিআইয়ের চেয়ারম্যান এবং ইমরানের প্রাক্তন ঘনিষ্ঠ রাজনীতিকদের কয়েক দফায় তলব করা হলেও ইসিপিতে হাজির হননি তাঁরা। এরপরই তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুধু ইমরান নয়, তাঁর দলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তান নির্বাচন কমিশনের চার সদস্যের বেঞ্চ।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রাক্তন সাধারণ সম্পাদক আসাদ উমরকে কিন্তু ওই মামলায় গ্রেফতার করতে বলা হয়নি। কারণ, আসাদ উমরের আইনজীবী এই বিষয়ে অলরেডি আপিল করেছেন। এখন তাঁর বিরুদ্ধে চলমান মামলাটি ২৫ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। তবে কি এর মধ্যে ফের গ্রেফতার হয়ে যাবেন ইমরান খান? আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়ে গেছে। গত বছর এপ্রিল মাসে পদ থেকে সরে যাওয়ার পর থেকেই ইমরান একের পর এক মামলায় জড়িয়েছেন। গত ৯ মে দুর্নীতির অভিযোগে গ্রেফতারও করা হয় ইমরান খানকে। এরপর গোটা পাকিস্তান জুড়ে তুমুল অশান্তি শুরু হয়। একের পর এক জায়গায় অগ্নিসংযোগ করা হয়। তুমুল বিক্ষোভ দেখান ইমরান অনুগামীরা। তাদের সেই ক্ষোভ সামাল দিতে হিমসিম খেতে হয় পাক সেনাকে।

এরপর সম্প্রতি পাক প্রতিরক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেন ইমরানের দলকে নিষিদ্ধ করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। পাক প্রতিরক্ষা মন্ত্রীর গলাতেও এক সুর। বলেছিলেন পিটিআই দেশের ভিত্তির উপর আক্রমণ করেছে, যা আগে কোনওদিন হয়নি, এটা সহ্য করা যায় না। অতএব পিটিআই ব্যান হতে পারে। তাছাড়া ইমরানকে ছেড়ে গেছেন পিটিআইয়ের শীর্ষ নেতারা। ফলে, সবমিলিয়ে পাকিস্তানে আরো বেশি কোণঠাসা ইমরান খান। চাপের মুখে পড়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী কে কি দেশছাড়া হতে হবে? অতীতে কিন্তু সেনাবাহিনীর চাপে পড়ে একাধিক প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর এমন দশা হয়েছে পাকিস্তানে। তাই সেই সম্ভাবনা মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, অন্তত তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বাকিটা তো সময় বলবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here