Home খেলাধুলো Ind vs Pak: আবহাওয়ায় কি কোনও বদল, নাকি প্রবল বৃষ্টির ভ্রুকূটি, ক্যান্ডির লেটেস্ট ওয়েদার আপডেট

Ind vs Pak: আবহাওয়ায় কি কোনও বদল, নাকি প্রবল বৃষ্টির ভ্রুকূটি, ক্যান্ডির লেটেস্ট ওয়েদার আপডেট

Ind vs Pak: আবহাওয়ায় কি কোনও বদল, নাকি প্রবল বৃষ্টির ভ্রুকূটি, ক্যান্ডির লেটেস্ট ওয়েদার আপডেট

[ad_1]

ক্যান্ডি: ভারত বনাম পাকিস্তান ম্যাচে বৃষ্টি ভিলেন হওয়ার সম্ভাবনা সেই জারি থাকছে৷ বিভিন্ন ওয়েদার আপডেট সংস্থা নিজেদের ওয়েদার আপডেটে জানিয়েছে ৬০ শতাংশেরও বেশি বৃষ্টির সম্ভাবনা৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি বেলা ১ টা , ফের বেলা ৩ টার সময় বৃষ্টির চান্স উজ্জ্বল৷

ফলে সেই আপডেট যদি পুরোপুরি মিলে যায় তাহলে বালগোল্লা ঝড়ের কারণে টস নির্ধারিত সময়ে হবে না৷

শুধু দুপুরেই নয় এরপর সন্ধ্যা সাতটার পর থেকে বিভিন্ন সময়ে লাগাতার বৃষ্টি, বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে৷ এর সঙ্গে বইবে হালকা ঝোড়ো হাওয়া৷

#IndiaVsPakistan Morning weather Update;
Latest satellite imagery indicate heavy rains in south #Srilanka, however venue #Pallekele stadium in #Kandy is partially cloudy with no rains as of now.

Forecast: As the day progresses and heat devlopes, showers will trigger in the… pic.twitter.com/ucZIBlvjT5

— Weatherman Navdeep Dahiya (@navdeepdahiya55) September 2, 2023

Tags: Asia Cup, Asia Cup 2023, IND vs PAK



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here